তোকে যদি
তোকে যদি বৃস্টি দেই
আমায় দিবি কি
তোকে যদি ভালবাসা দেই
ভালবাসা দিবি কি
তোকে যদি স্বপ্ন দেখাই
রঙ মেশাবি তাঁতে
তোকে যদি ছুয়ে দেই
আলতো দুটি হাতে
তোকে যদি জোছনা স্নানে
গোছল করাই আমি
তোকে যদি কাশফুল বনে
ঘুরিয়ে আনি আমি
তোকে যদি সুখ পায়রাটা
দেই আমি উপহার
তোকে যদি মন সাগরে
ভাসাই বাড়ে বার
তোকে যদি বুকের মাঝে
রাখি আমি লুকিয়ে
তোকে যদি সোহাগে যতনে
রাখি আমি মুড়িয়ে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
Email: [email protected]
আমায় দিবি কি
তোকে যদি ভালবাসা দেই
ভালবাসা দিবি কি
তোকে যদি স্বপ্ন দেখাই
রঙ মেশাবি তাঁতে
তোকে যদি ছুয়ে দেই
আলতো দুটি হাতে
তোকে যদি জোছনা স্নানে
গোছল করাই আমি
তোকে যদি কাশফুল বনে
ঘুরিয়ে আনি আমি
তোকে যদি সুখ পায়রাটা
দেই আমি উপহার
তোকে যদি মন সাগরে
ভাসাই বাড়ে বার
তোকে যদি বুকের মাঝে
রাখি আমি লুকিয়ে
তোকে যদি সোহাগে যতনে
রাখি আমি মুড়িয়ে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
Email: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল হাসান ০৮/০৮/২০১৫আমি ভালোবাসা দেবো।
-
শেখ আবু জাফর ছাদেক ০৩/০৮/২০১৫মুগ্ধ করে দিলেন কবি।
-
দ্বীপ সরকার ০১/০৮/২০১৫ভালো।
-
ডা: মো: রায়হান নবী ৩০/০৭/২০১৫তোকে যদি কলমটা দেই উপহার
-
মিজান রহমান ৩০/০৭/২০১৫বেশ
-
অ ২৯/০৭/২০১৫ভাল লেখা।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৯/০৭/২০১৫কল্পনার কবি,
হাওয়ায় ভাসে ছবি,
ভালবাসা কুড়িয়ে,
যাও কবি এগিয়ে।
অনেক অনেক শুভেচ্ছা। -
কিশোর কারুণিক ২৯/০৭/২০১৫বেশ
-
দ্বীপ সরকার ২৯/০৭/২০১৫দারুন কবিতা।