www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেন মারলি ছেলেটাকে

কেন মারলি তোরা ওকে
এমন নির্মম নির্দয় ভাবে
রাজন কি মানুষ ছিল না
বল তো তোদের কাছে

নাকি শেয়াল কুকুর ভেবে
পিটিয়েছিস ওকে তোরা বেঁধে
নাকি ভেবেছিস জীবন্ত লাশ
তাই করেছিস এতো পরিহাস

লোহার রডের আঘাতে আঘাতে
করেছিস ছোট্ট শরীরটা ক্ষতবিক্ষত
এতটুকু কি তোদের মায়া নেই
পিটিয়েছিস তোর অমানুষের মত

ওর আর্তচীৎকার তোদের কানে যায়নি
একটুও পানি তোদের কাছে চেয়ে পায়নি
সবাই মিলে মেরেছিস যেমন তেমন করে
লাশটাকেও গুম করতে চেয়েছিস মারার পড়ে

ছোট্ট একটা ফুলের জীবন কেরে নিলি
অকালেই একটা মায়ের বুক খালি করলি
অপরাদের সাজা কেন এভাবে দিলি তোরা
এ খুনের মাফ পাবিনা জেনে রাখিস তোরা ।।

====================
লেখাটা ছোট্ট ছেলে রাজনেকে হত্যা করেছে ওকে নিয়ে লেখা ।।

একজন কলম যোদ্ধা (রাতুল)
Email: [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Sadekur Rahaman Suman ২০/০৭/২০১৫
    অনেক সুন্দর লিখেছেন
  • অভিষেক মিত্র ১৫/০৭/২০১৫
    খুব ভালো।
  • খুব ভালো লাগলো কবি, শুধু একটাই জিজ্ঞাসা , শেষ লাইনটা কি - এ খুনের মাফ পাবি না জেনে রাখিস তোরা - এটা হবে ? মাঝের না টা বোধ হয় দেওয়া হয়নি।
  • সবুজ আহমেদ কক্স ১৪/০৭/২০১৫
    বেশ ভালো লাগলো পড়ে
  • কিশোর কারুণিক ১৪/০৭/২০১৫
    বেশ বেশ
  • মায়নুল হক ১৪/০৭/২০১৫
    পাষন্ড প্রকৃতির কিছু মানুষ
    অাছে যারা মানুষকে হত্যা
    কিংবা অন্যপ্রকার নির্মম
    নির্যাতন করে পৈশাচিক
    উল্লাসবোধ করে । এই ধরণের
    মানুষ কি শিক্ষিত কি
    অশিক্ষিত স্বভাব-চরিত্র একই
    রকম । এদের ভালমতো
    শায়েস্তা করতে না পারলে
    সভ্যমানুষের লজ্জার শেষ
    থাকবে না । শিশু রাজনকে
    যেভাবে নির্যাতন করে খুন
    করা হয়েছে কোনো
    বিচারেই তার অপরাধ
    মৃত্যুদন্ডে দন্ডিত হওয়ার মতো
    নয় । কিন্তু যে লোকটি শিশু
    রাজনকে খুন করেছে ওই ধরণের
    অমার্জিত লোক
    হরহামেশাই চোখে পড়ে ।
    কিন্তু অাইন-অাদালত তাদের
    সবক্ষেত্রে সমুচিত
    শাস্তিবিধান করতে পারে
    না । মানুষকে সৌজন্যবিধি
    ও নান্দনিকতা সম্পর্কে
    ঠিকমতো শিক্ষা ‌দেয়া
    জরুরি । না হলে এই
    পৈশাচিকতার অবসান
    কখনোই হবে না । ধন্যবাদ জানাবেন অনেক সুনন্দর হয়েছে
 
Quantcast