ছাই চাপা আগুন
বুকের মাঝে ছাই চাপা আগুন
বাড়ছে তা আমার প্রতিদিনই দিগুন
নীরবে সবকিছু করে যাচ্ছি সহ্য
সীমাহীন বাধ ভাঙ্গতে আজ অভিরুদ্ধ
সবার কাছে অবহেলিত করুনার পাত্র
এর থেকে মিত্তুই আমার কাছে শ্রেয়
মিত্তু কেন আমাকে কাছে ডাকে না
এভাবে যন্ত্রণা আমার ভাল লাগে না
তীলে তীলে শেষ হচ্ছে আমার জীবন
মরণকে জানাতে চাই আমি আমন্ত্রন
এভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে না
এযেন আমার কাছে মরনের যন্ত্রণা
হয় মাথা তুলে দাঁড়াতে চাই একটিবার
চিৎকার করে দেখিয়ে দেব বলবো আবার
আমি স্বাধীনতা চাই আমার নিজের কাছে
ভাঙ্গতে চাই এই অভিশপ্ত বাধার দেয়ালকে
ছাই চাপা আগুন আছে নিজের ভেতরে
জ্বলে উঠতে পারি আমি যে কোন মুহূর্তে
পুড়িয়ে ছারখাড় করে দেব আমি সবকিছু
মানবনা কার বাধাই আমি আর কোনকিছু !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
বাড়ছে তা আমার প্রতিদিনই দিগুন
নীরবে সবকিছু করে যাচ্ছি সহ্য
সীমাহীন বাধ ভাঙ্গতে আজ অভিরুদ্ধ
সবার কাছে অবহেলিত করুনার পাত্র
এর থেকে মিত্তুই আমার কাছে শ্রেয়
মিত্তু কেন আমাকে কাছে ডাকে না
এভাবে যন্ত্রণা আমার ভাল লাগে না
তীলে তীলে শেষ হচ্ছে আমার জীবন
মরণকে জানাতে চাই আমি আমন্ত্রন
এভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে না
এযেন আমার কাছে মরনের যন্ত্রণা
হয় মাথা তুলে দাঁড়াতে চাই একটিবার
চিৎকার করে দেখিয়ে দেব বলবো আবার
আমি স্বাধীনতা চাই আমার নিজের কাছে
ভাঙ্গতে চাই এই অভিশপ্ত বাধার দেয়ালকে
ছাই চাপা আগুন আছে নিজের ভেতরে
জ্বলে উঠতে পারি আমি যে কোন মুহূর্তে
পুড়িয়ে ছারখাড় করে দেব আমি সবকিছু
মানবনা কার বাধাই আমি আর কোনকিছু !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১১/০৭/২০১৫কষ্টের রেশ,কবিতায় বেশ।ধন্যবাদ কবি।
-
জহরলাল মজুমদার ১০/০৭/২০১৫চলুক এভাবেই
যাত্রা হোক শুভ -
T s J ১০/০৭/২০১৫Nice