কবে পাবো তোরে আমি
কবে পাবো তোরে আমি
সময়টা বলে দেনা আমারে
তাহলে অপেক্ষা করে থাকবো
সেই সময়ের রাস্তা ধরে
তবে বলিসনা তুই আমায়
ফিরবিনা এই বুকে আর
সহ্য করার ক্ষমটা সেটা
হয়নি যে এখনো আমার
যেভাবে বলবি তুই আমায়
এক কথায় মানতে রাজী
তোর জন্য ধরতে পারি
আমি নিজের প্রাণ বাজী
তবে বলিসনা তুই আমায়
তোর আমাকে নেই প্রয়োজন
তাহলে এক কথায় আমি
নিজের প্রাণ দেব বিসর্জন
আমার আত্মার সাথে তুই
অনেক আগেই জড়িয়ে গেছিস
আমার রক্তের শিরায় তুই
প্রতিনিয়ত বসবাস করিস
ফিরে আসার সময়টা বলে দে
জ্বালাতন করবো না আমি তোরে !!
এক্জন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
সময়টা বলে দেনা আমারে
তাহলে অপেক্ষা করে থাকবো
সেই সময়ের রাস্তা ধরে
তবে বলিসনা তুই আমায়
ফিরবিনা এই বুকে আর
সহ্য করার ক্ষমটা সেটা
হয়নি যে এখনো আমার
যেভাবে বলবি তুই আমায়
এক কথায় মানতে রাজী
তোর জন্য ধরতে পারি
আমি নিজের প্রাণ বাজী
তবে বলিসনা তুই আমায়
তোর আমাকে নেই প্রয়োজন
তাহলে এক কথায় আমি
নিজের প্রাণ দেব বিসর্জন
আমার আত্মার সাথে তুই
অনেক আগেই জড়িয়ে গেছিস
আমার রক্তের শিরায় তুই
প্রতিনিয়ত বসবাস করিস
ফিরে আসার সময়টা বলে দে
জ্বালাতন করবো না আমি তোরে !!
এক্জন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্তনু ব্যানার্জ্জী ০৯/০৭/২০১৫সারমর্মটা ভালই, তবে কবিতাটার মত প্রকাশ আরও ভালো হলে খুশি হতাম। প্রচেষ্টার জন্য সাধুবাদ। শুভেচ্ছা নেবেন কবি।
-
নূরুজ্জামান নাঈম ০৮/০৭/২০১৫Apnar kobiter mulvab bujhte parlam. Onto mil binnas a monojogi hole vobissote valo fol paben ASHA korchi.
-
জহরলাল মজুমদার ০৮/০৭/২০১৫খুভ একটা ভাল লাগল না। আরো ভালো চাই। কিছু মনে করবেন না জেন কবি।