লাশের গন্ধ
আমি তো শেয়াল কুকুর নই
তবে কেন পুড়তে হচ্ছে আমাকে
আমি তো মানুষ
জ্বলছি কেন আমি পেট্রোল বোমাতে
অগ্নিধগ্ধ আমার শরীর
বার্ন ইউনিডে ভর্তি
প্রতিনিয়ত মিত্তুর জন্য
আমি দিন গুনছি
ক্ষমতার জন্য আজ কেন
এই মরন খেলা
এমন জানলে স্বাধীন হতনা
আমার সোনার দেশটা
প্রতিদিনিই আতকে উঠি
মিত্তুর ছায়া দেখি
দিনে দিনে বেড়ে যাচ্ছে
আমাদের ভয় ভীতি
মায়ের কোলে ফিরে যায়না
তার সোনার সন্তান
রাস্তায় পরে দিতে হয়
তার তাজা প্রান
আর কত লাশ দেখলে
তোরা খান্ত হবি
আমার সোনার দেশটাকে
একটু শান্তি দিবি
দোহাই লাগে তোদের কাছে
এবার রেহাই দে
রাস্তায় পরে মরতে চাইনা
বাড়ি ফিরতে দে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
তবে কেন পুড়তে হচ্ছে আমাকে
আমি তো মানুষ
জ্বলছি কেন আমি পেট্রোল বোমাতে
অগ্নিধগ্ধ আমার শরীর
বার্ন ইউনিডে ভর্তি
প্রতিনিয়ত মিত্তুর জন্য
আমি দিন গুনছি
ক্ষমতার জন্য আজ কেন
এই মরন খেলা
এমন জানলে স্বাধীন হতনা
আমার সোনার দেশটা
প্রতিদিনিই আতকে উঠি
মিত্তুর ছায়া দেখি
দিনে দিনে বেড়ে যাচ্ছে
আমাদের ভয় ভীতি
মায়ের কোলে ফিরে যায়না
তার সোনার সন্তান
রাস্তায় পরে দিতে হয়
তার তাজা প্রান
আর কত লাশ দেখলে
তোরা খান্ত হবি
আমার সোনার দেশটাকে
একটু শান্তি দিবি
দোহাই লাগে তোদের কাছে
এবার রেহাই দে
রাস্তায় পরে মরতে চাইনা
বাড়ি ফিরতে দে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৭/০৭/২০১৫নাইস লিখা
-
মোবারক হোসেন ০৭/০৭/২০১৫মানুষের মাঝে কিছু দোষ আছে বলেই
মানুষের আরেক নাম অমানুষ। -
কিশোর কারুণিক ০৭/০৭/২০১৫অতি সত্য কথা
-
জহরলাল মজুমদার ০৭/০৭/২০১৫মিত্তু--- মৃত্যু । ভাল লাগল