তীব্র যন্ত্রণা
কবিতার লাইন গুল আজ বড় এলোমেলো
মুখের কথা আজ কেন জানি থমকে গেল !!
শুধু হারাবার কান্না আজ চোখের জলে
দুহাত তুলে প্রাথনা তোমায় ফিরে পাবো বলে !!
একাকীত্বের মাঝে বেঁচে থাকার কোন মানে হয়না
এ হৃদয় আজ তোমাকে ফিরে পাবার ধরেছে বায়না !!
তবে তুমি আজ কোথায় আছ তা আমার জানা নেই
ফিরে পাবার ইচ্ছে গুলো তো একটুকুও থেমে নেই !!
আমার ভালবাসা কোন মরচে ধরা লোহা নয়
এতটুকু কষ্টে ভেঙ্গে যাবে ভালবাসা এতো সহজে !!
কষ্টের তীব্র যন্ত্রণায় বেঁচে থাকতে শিখেছি আমি
প্রতিটা কষ্ট সহ্য করার শক্তি শিখিয়ে গেছ তুমি !!
ভালবাসা শুধু কাছে টানে না দুরেও ঠেলে দেয়
প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি আমি কতটা অসহায় !!
ভালবাসা শুধু জমিয়ে রেখেছি তোমার জন্য আমি
ফিরে আসবে তুমি তার জন্য এই আমার পাগলামি !!
তবে কবে ফিরবে তুমি জানা নেই সেই সময়
অপেক্ষার প্রহর গুনছি আমি সময় গুল কষ্টের পাহাড় !!
তবে ফিরে আসবে তুমি এটাই আমার বিশ্বাস
অপেক্ষার সাথে পেরিয়ে জাচ্ছে আমার প্রতিটা নিশ্বাস !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
মুখের কথা আজ কেন জানি থমকে গেল !!
শুধু হারাবার কান্না আজ চোখের জলে
দুহাত তুলে প্রাথনা তোমায় ফিরে পাবো বলে !!
একাকীত্বের মাঝে বেঁচে থাকার কোন মানে হয়না
এ হৃদয় আজ তোমাকে ফিরে পাবার ধরেছে বায়না !!
তবে তুমি আজ কোথায় আছ তা আমার জানা নেই
ফিরে পাবার ইচ্ছে গুলো তো একটুকুও থেমে নেই !!
আমার ভালবাসা কোন মরচে ধরা লোহা নয়
এতটুকু কষ্টে ভেঙ্গে যাবে ভালবাসা এতো সহজে !!
কষ্টের তীব্র যন্ত্রণায় বেঁচে থাকতে শিখেছি আমি
প্রতিটা কষ্ট সহ্য করার শক্তি শিখিয়ে গেছ তুমি !!
ভালবাসা শুধু কাছে টানে না দুরেও ঠেলে দেয়
প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি আমি কতটা অসহায় !!
ভালবাসা শুধু জমিয়ে রেখেছি তোমার জন্য আমি
ফিরে আসবে তুমি তার জন্য এই আমার পাগলামি !!
তবে কবে ফিরবে তুমি জানা নেই সেই সময়
অপেক্ষার প্রহর গুনছি আমি সময় গুল কষ্টের পাহাড় !!
তবে ফিরে আসবে তুমি এটাই আমার বিশ্বাস
অপেক্ষার সাথে পেরিয়ে জাচ্ছে আমার প্রতিটা নিশ্বাস !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ০২/০৮/২০১৫কবিতায় ভাব ব্যঞ্জনা ভালো, তবে বানানে প্রচুর ভুল চোখে পড়লো । ছন্দের অন্ত্যমিল রক্ষার চেষ্টা আছে, তবে কয়েক জায়গায় অভাবও চোখে পড়েছে । তবে প্রচেষ্টার ঘাটতি নেই কবিতায় । ভালো থাকুন সতত।
-
জহরলাল মজুমদার ০৭/০৭/২০১৫ভাল লাগল ধন্যবাদ
-
অভিষেক মিত্র ০৬/০৭/২০১৫ভালো
-
কিশোর কারুণিক ০৬/০৭/২০১৫ভালোই হয়েছে
-
T s J ০৫/০৭/২০১৫ভালো