আমি বিশ্বাস করি
আমি বিশ্বাস করি
তুমি ফিরে আসবে
আমি বিশ্বাস করি
এই নীড়ে স্বপ্ন বাঁধবে
আমি বিশ্বাস করি
তোমার বুকে কাঁপন জাগে
আমি বিশ্বাস করি
তোমার চোখ জলে ভেজে
আমি বিশ্বাস করি
একলা মনে আমায় ভাবো
আমি বিশ্বাস করি
চোখের জলে ছবি আঁকো
আমি বিশ্বাস করি
লুকিয়ে লুকিয়ে এখনো কাঁদো
আমি বিশ্বাস করি
স্বপ্নের মাঝে আমায় দেখ
আমি বিশ্বাস করি
মাঝের দেয়ালটা ভেঙ্গে যাবে
আমি বিশ্বাস করি
দুটি মন আমার হারাবে
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: shahadat.hossaiin@gmail.com
তুমি ফিরে আসবে
আমি বিশ্বাস করি
এই নীড়ে স্বপ্ন বাঁধবে
আমি বিশ্বাস করি
তোমার বুকে কাঁপন জাগে
আমি বিশ্বাস করি
তোমার চোখ জলে ভেজে
আমি বিশ্বাস করি
একলা মনে আমায় ভাবো
আমি বিশ্বাস করি
চোখের জলে ছবি আঁকো
আমি বিশ্বাস করি
লুকিয়ে লুকিয়ে এখনো কাঁদো
আমি বিশ্বাস করি
স্বপ্নের মাঝে আমায় দেখ
আমি বিশ্বাস করি
মাঝের দেয়ালটা ভেঙ্গে যাবে
আমি বিশ্বাস করি
দুটি মন আমার হারাবে
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: shahadat.hossaiin@gmail.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ০১/০৭/২০১৫ভাল লাগা রইল
-
জহরলাল মজুমদার ৩০/০৬/২০১৫আমি বিশ্বাস করি আপনি এর থেকেও ভাল লেখেন
-
মোবারক হোসেন ৩০/০৬/২০১৫বিশ্বাস বেচে থাকুক আপনার অন্তরে অনন্ত কাল।
-
স্বাধীন আমিনুল ইসলাম ৩০/০৬/২০১৫ভাল লেগেছে।