ভাঙ্গা চশমা ও ছেড়া ডাইরি
ভাঙা চশমা ছেড়া ডাইরি
পরে আছে বড় অবহেলায়
লেখা গুলোর যত্ন হয়না
এখন আর কোন বেলায়
বেস্ততা ধীরে ধীরে
গ্রাস করে নিচ্ছে আমাকে
লেখার মাঝে বাঁচাতে
পারছি না আর নিজেকে
ভাঙ্গা চশমায় লেখার গুলো
বড্ড বেশি ঝাপসা লাগে
ছেড়া ডায়রিতে পরে আছে
অযত্নে আমার লেখা গুলো
একটু সময় চাই আমি
লিখতে চাই অনেক কিছু
সময়ের সাথে তাল মিলিয়ে
নিতে চাই সময়ের পিছু
কঠিন কিছু বাস্তবতা
লিখতে চাই নিজের হাতে
পরে থাকা ডাইরিটায়
লিখতে চাই সময় করে
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
পরে আছে বড় অবহেলায়
লেখা গুলোর যত্ন হয়না
এখন আর কোন বেলায়
বেস্ততা ধীরে ধীরে
গ্রাস করে নিচ্ছে আমাকে
লেখার মাঝে বাঁচাতে
পারছি না আর নিজেকে
ভাঙ্গা চশমায় লেখার গুলো
বড্ড বেশি ঝাপসা লাগে
ছেড়া ডায়রিতে পরে আছে
অযত্নে আমার লেখা গুলো
একটু সময় চাই আমি
লিখতে চাই অনেক কিছু
সময়ের সাথে তাল মিলিয়ে
নিতে চাই সময়ের পিছু
কঠিন কিছু বাস্তবতা
লিখতে চাই নিজের হাতে
পরে থাকা ডাইরিটায়
লিখতে চাই সময় করে
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাতী ভট্টাচার্য্য ১৮/০৬/২০১৫সুন্দর লেখা
-
T s J ১৭/০৬/২০১৫ভাল লাগল
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০৬/২০১৫কবির অাবেগ
-
মোবারক হোসেন ১৭/০৬/২০১৫জীবন বাস্তবতার নিয়মে বাধা।আসা যাওয়ার মধ্যে
অথাৎ জন্ম মৃত্যুর মাঝ খানে যে টুকু পড়ে থাকে তারই
কিছু নমুনা কবির সৃষ্ট ফসল।ভাল থাকবেন।