ভাঙ্গা গড়া
জীবনের অনেকটা পথে হেঁটেছি
এখনো ক্লান্ত হইনি
সময়ের অনেক সপ্ন ভেঙ্গেছে
এখনো হাল ছাড়িনি
ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে
চলছে নতুন জীবন
নতুন করে দেখছি আমি
বেঁচে থাকার স্বপন
ভাগ্য বিধাতা কি লিখেছে
জানিনা আমার কপালে
সুখ নামের সুখ পাখিটা
ধরা দেবে কি এ কালে
তবুও যেন বেছে থাকার
ইচ্ছেটা আমার প্রবল
হাল ধরেছি নতুন করে
ফলাবো নতুন ফসল
জীবন যুদ্ধে হারতে আমি
একবার রাজি নই
নতুন করে স্বপ্ন দেখেছি
নতুন জীবনের ওই !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
এখনো ক্লান্ত হইনি
সময়ের অনেক সপ্ন ভেঙ্গেছে
এখনো হাল ছাড়িনি
ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে
চলছে নতুন জীবন
নতুন করে দেখছি আমি
বেঁচে থাকার স্বপন
ভাগ্য বিধাতা কি লিখেছে
জানিনা আমার কপালে
সুখ নামের সুখ পাখিটা
ধরা দেবে কি এ কালে
তবুও যেন বেছে থাকার
ইচ্ছেটা আমার প্রবল
হাল ধরেছি নতুন করে
ফলাবো নতুন ফসল
জীবন যুদ্ধে হারতে আমি
একবার রাজি নই
নতুন করে স্বপ্ন দেখেছি
নতুন জীবনের ওই !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিরঝরা ০৬/০৬/২০১৫হাল ছেড়োনা বন্ধু.দারুন দারুন কবিতা খানি.
-
মনিরুজ্জামান শুভ্র ০৫/০৬/২০১৫ভাল লাগলো ...
-
দেবাশিস্ ভট্টাচার্য্য ০৫/০৬/২০১৫আরোও বেশি করে প্রাণ শক্তি ভরে উঠুক জীবনে এই কামনা করি...
বেশ ভাল লাগল.।