হিসেবের অংকটা
হিসেবের অঙ্কটা মেলাতে পারিনি এখনো
যোগ বিয়োগে ভুল করছি প্রতিনিয়ত
জীবনের খাতাটা আজো পুরোটা শুন্য
ফলাফল মেলাতে পারিনি যেন অপরিপূর্ণ
সবাই আজ ভীষণ ব্যাস্ত নিজের সাথে
আমি শুধু থমকে আছি আবেগের মাঝে
সবাই পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত
আমি শুধু থেমে আছি সেই নিজের মতো
বাস্তবতা এত কঠিন বুঝতে পারিনি
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি
সবাই অচেনা আজ এই পৃথিবীতে
আমি কেন পারিনা স্বার্থপরতা শিখতে
তবুও আমিই বুঁজে নিয়েছি জীবনের অঙ্কটা
সময়ের সাথে সাথে এখন পুরোটা পাক্কা
তবুও আমি অদের মতো এতটা হিসেবি নই
মাঝে মাঝে ভুল হলেও তাঁতে খতি নেই
কি পেলাম কি হারালাম হিসেব করিনি কখনো
জীবন যুদ্ধে লড়ে গেলাম বাঁচতে শিখিনি এখনো !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com
যোগ বিয়োগে ভুল করছি প্রতিনিয়ত
জীবনের খাতাটা আজো পুরোটা শুন্য
ফলাফল মেলাতে পারিনি যেন অপরিপূর্ণ
সবাই আজ ভীষণ ব্যাস্ত নিজের সাথে
আমি শুধু থমকে আছি আবেগের মাঝে
সবাই পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত
আমি শুধু থেমে আছি সেই নিজের মতো
বাস্তবতা এত কঠিন বুঝতে পারিনি
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি
সবাই অচেনা আজ এই পৃথিবীতে
আমি কেন পারিনা স্বার্থপরতা শিখতে
তবুও আমিই বুঁজে নিয়েছি জীবনের অঙ্কটা
সময়ের সাথে সাথে এখন পুরোটা পাক্কা
তবুও আমি অদের মতো এতটা হিসেবি নই
মাঝে মাঝে ভুল হলেও তাঁতে খতি নেই
কি পেলাম কি হারালাম হিসেব করিনি কখনো
জীবন যুদ্ধে লড়ে গেলাম বাঁচতে শিখিনি এখনো !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা: মো: রায়হান নবী ০৮/০৬/২০১৫জটিল
-
এইচ এম মোমেন ভূঁইয়া ০৫/০৬/২০১৫ভাল