জীবনে যুদ্ধ
জীবন যুদ্ধে লড়ছি আমি মরছি প্রতিনিয়ত
বেঁচে থাকার ইচ্ছে গুলো আজ ক্ষতবিক্ষত
খাদ্য নয় বস্ত্র নয় লড়ছি বাঁচার তাগিদে
বেঁচে থাকার জন্য তৈরি করছি আমি নিজেকে
মানুষ রূপি হায়নাদের নজর পরেছে আমার দিকে
ছিঁড়ে খুঁড়ে খেতে চায় আমার এই শরীরটাকে
লোভ লালসায় ভোরে গেছে আমাদের এই সমাজ
মানুষ আর মানুষ নেই যেন এক একটা নর পিচাশ
মায়া নেই ভালবাসা নেই আছে শুধু স্বার্থের টান
স্বার্থের জন্য করতে পাড়ে ওরা বিবেকের বলি দান
টাকার কাছে বিক্রি হচ্ছে মানুষের বিকেক প্রতিদিন
মানুষ নাকি সৃষ্টির সেরা জীব জেনে এসেছি এতদিন
ছোট্ট একটা পৃথিবীতে বাঁচবো বলো আর কতো দিন
মারামারি হানাহানিতে কেটে যাচ্ছে আমাদের প্রতিদিন
কাকে ধরবে কাকে মারবে করবে নিজের স্বার্থ হাসিল
এভাবেই যাচ্ছে কেটে মানুষ অমানুষের প্রতিটাদিন
আমাদের যুদ্ধ করে বাঁচিয়ে রাখতে হচ্ছে নিজেকে
জীবন যুদ্ধে বাঁচার জন্য লড়তে হবে একে অপরকে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
বেঁচে থাকার ইচ্ছে গুলো আজ ক্ষতবিক্ষত
খাদ্য নয় বস্ত্র নয় লড়ছি বাঁচার তাগিদে
বেঁচে থাকার জন্য তৈরি করছি আমি নিজেকে
মানুষ রূপি হায়নাদের নজর পরেছে আমার দিকে
ছিঁড়ে খুঁড়ে খেতে চায় আমার এই শরীরটাকে
লোভ লালসায় ভোরে গেছে আমাদের এই সমাজ
মানুষ আর মানুষ নেই যেন এক একটা নর পিচাশ
মায়া নেই ভালবাসা নেই আছে শুধু স্বার্থের টান
স্বার্থের জন্য করতে পাড়ে ওরা বিবেকের বলি দান
টাকার কাছে বিক্রি হচ্ছে মানুষের বিকেক প্রতিদিন
মানুষ নাকি সৃষ্টির সেরা জীব জেনে এসেছি এতদিন
ছোট্ট একটা পৃথিবীতে বাঁচবো বলো আর কতো দিন
মারামারি হানাহানিতে কেটে যাচ্ছে আমাদের প্রতিদিন
কাকে ধরবে কাকে মারবে করবে নিজের স্বার্থ হাসিল
এভাবেই যাচ্ছে কেটে মানুষ অমানুষের প্রতিটাদিন
আমাদের যুদ্ধ করে বাঁচিয়ে রাখতে হচ্ছে নিজেকে
জীবন যুদ্ধে বাঁচার জন্য লড়তে হবে একে অপরকে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ২৯/০৫/২০১৫সমসাময়িক বিষয়বস্তুতে কবিতাটি অনন্য । তবে কিছু ঘাটতি চোখে পড়েছে । নিজেই দেখে নিবেন । ভালো থাকুন সতত।
-
দেবাশিস্ ভট্টাচার্য্য ২৯/০৫/২০১৫ভাল... বেশ ভাল... ভিতরের আবেগ বেরিয়ে এসেছে... সততা দেখতে পাওয়া যায় লেখায়।
-
আবু সাহেদ সরকার ২৯/০৫/২০১৫বেশ সুন্দর লাগলো কবি।