বদলাতে চাই নিজেকে
তোদের মতো আমি না
আমার মতো তোরা না
তাই বলে কি নিজেকে আমি
বদলাতে পারবো না
তোরা যদি উল্টা চলিস
আমি চলবো বাঁকা
তোরা যদি ঢিল মারিস
পাটকেল খাবি পাঁকা
একথায় বলতে পারি
তোদের টেক্কা দেব
তোদের আগে ছক্কা মেরে
মাঠ আমি কাঁপাবো
কব্জিতে রাখি জোড়
হাঁটুতে রাখি বল
কে আসবি আয় তোরা
ওরে দুষ্টু ছেলের দল
সোজা কথা বলি তোদের
ঠিক হয়ে যা
নইলে আমি বদলে যাবো
কথা দিলাম পাক্কা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
আমার মতো তোরা না
তাই বলে কি নিজেকে আমি
বদলাতে পারবো না
তোরা যদি উল্টা চলিস
আমি চলবো বাঁকা
তোরা যদি ঢিল মারিস
পাটকেল খাবি পাঁকা
একথায় বলতে পারি
তোদের টেক্কা দেব
তোদের আগে ছক্কা মেরে
মাঠ আমি কাঁপাবো
কব্জিতে রাখি জোড়
হাঁটুতে রাখি বল
কে আসবি আয় তোরা
ওরে দুষ্টু ছেলের দল
সোজা কথা বলি তোদের
ঠিক হয়ে যা
নইলে আমি বদলে যাবো
কথা দিলাম পাক্কা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ০২/০৯/২০১৫Nice
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫Good
-
নিরঝরা ১৯/০৬/২০১৫বা!বেশ লিখেছেন কবি
-
আব্দুল মান্নান মল্লিক ০২/০৬/২০১৫খুব ভাল লিখা, ধন্যবাদ
-
সুলতান মাহমুদ ২৭/০৫/২০১৫অস্থির ছড়া।
-
ভারতী ধর ২৭/০৫/২০১৫ছড়া কবিতার মতো ,পড়তে খুব ভালো লাগে।