না ফেরার দেশে
জানি তুমি কখনো ফিরবে না
চলে গেছ না ফেরার দেশে
হঠাত করে কাঁদিয়ে গিয়েছ
কাছের অনেক অনেক মানুষকে
শুরুর আগেই নিভে গেছে
তোমার চলার পথের প্রদীপ
নতুন জীবনে পা দিয়েছিলে
তাও এখন স্তব্দতায় চারিদিক
কিভাবে কাটবে তোমাকে ছাড়া
আমাদের দিন গুলো বলো
যাকে রেখে গিয়েছ একলা করে
সে থাকবে তোমাকে ছাড়া কি করে
চাইলেও পারবোনা তোমাকে ফেরাতে
নিষ্ঠুর পৃথিবীতে চলে গিয়েছ একলা করে
যেখানে থাকো শান্তিতে থাকো এই কামনা
সৃষ্টি কর্তার কাছে করি তোমার জন্য প্রার্থনা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
চলে গেছ না ফেরার দেশে
হঠাত করে কাঁদিয়ে গিয়েছ
কাছের অনেক অনেক মানুষকে
শুরুর আগেই নিভে গেছে
তোমার চলার পথের প্রদীপ
নতুন জীবনে পা দিয়েছিলে
তাও এখন স্তব্দতায় চারিদিক
কিভাবে কাটবে তোমাকে ছাড়া
আমাদের দিন গুলো বলো
যাকে রেখে গিয়েছ একলা করে
সে থাকবে তোমাকে ছাড়া কি করে
চাইলেও পারবোনা তোমাকে ফেরাতে
নিষ্ঠুর পৃথিবীতে চলে গিয়েছ একলা করে
যেখানে থাকো শান্তিতে থাকো এই কামনা
সৃষ্টি কর্তার কাছে করি তোমার জন্য প্রার্থনা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৯/০৬/২০১৫ভাল। ধন্যবাদ।
-
সুব্রত সামন্ত (বুবাই) ১৪/০৫/২০১৫ফিরবে।
-
বেনামী পত্তনদার ১২/০৫/২০১৫R.I.P
-
এম এস সজীব ১২/০৫/২০১৫খুবি সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ১২/০৫/২০১৫বা, খুব সুন্দর কবিতা
-
শাহাদত হোসেন চৌধুরী ১১/০৫/২০১৫সুন্দর হ্ইয়েছে
-
আবিদ আল আহসান ১১/০৫/২০১৫Niceee