বেখেয়ালি মন
বেখেয়ালি মনটা শুধু সারাক্ষণ
তোমার ভাবনায় ডুবে কেন অকারন
বেখেয়ালি মনটা কেন এতো বেশি
ভালবাসে তোমাকে জানো কি তুমি
অফিসের কাজে মন বসাতে পারিনা
সেখানেও তুমি এসে জুড়ে দাও ভাবনা
কাজের ফাঁকে করো আমায় জ্বালাতন
নিড়িবিলি বসে কাজ করি আর কতখন
বেখেয়ালি মন আমার ভাবনায় সময় পার
তোমাকে ভেবে ভেবে কাজ হলনা আমার
অফিস ছুটি হল আমার এবার বাড়ি ফিরি চলো
চলার পথে ভাবনায় তোমাকে ভেবে নেব আর
বাড়ির সামনে এসে রিকশায় ভাড়ায় ভুল
তোমার ভাবনায় যে ছিলাম আমি মসগুল
পকেটে হাত দিয়ে দেখি আমার চাবি নেই
ভুলে ফেলে এসেছি সে কথাতো ভাবিনি
এতো বেশি ভাবনায় কেন আস আমার
বেখেয়ালি মনটার নেইতো আর সামাল
এভাবেই ভাবি তোমায় সেখানে সেখানে
অকারনে চলে আস তুমি বেখেয়ালি মনে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
তোমার ভাবনায় ডুবে কেন অকারন
বেখেয়ালি মনটা কেন এতো বেশি
ভালবাসে তোমাকে জানো কি তুমি
অফিসের কাজে মন বসাতে পারিনা
সেখানেও তুমি এসে জুড়ে দাও ভাবনা
কাজের ফাঁকে করো আমায় জ্বালাতন
নিড়িবিলি বসে কাজ করি আর কতখন
বেখেয়ালি মন আমার ভাবনায় সময় পার
তোমাকে ভেবে ভেবে কাজ হলনা আমার
অফিস ছুটি হল আমার এবার বাড়ি ফিরি চলো
চলার পথে ভাবনায় তোমাকে ভেবে নেব আর
বাড়ির সামনে এসে রিকশায় ভাড়ায় ভুল
তোমার ভাবনায় যে ছিলাম আমি মসগুল
পকেটে হাত দিয়ে দেখি আমার চাবি নেই
ভুলে ফেলে এসেছি সে কথাতো ভাবিনি
এতো বেশি ভাবনায় কেন আস আমার
বেখেয়ালি মনটার নেইতো আর সামাল
এভাবেই ভাবি তোমায় সেখানে সেখানে
অকারনে চলে আস তুমি বেখেয়ালি মনে !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৯/০৫/২০১৫শুধু তুমি তুমি করলে তো মন বেখেয়ালি হতে বাধ্য ; হা হা খুব ভালো লাগলো, বিশেষ করে পুরো একটা দিনের ঘটনা চোখের সামনে দাঁড় করিয়ে দেয়া অতো সহজ কথানা । শুভেচ্ছা রইলো ।
-
নাজমুল আহসান ৩০/০৪/২০১৫তোমাকে ভেবে ভেবে সাহারা হয়েছে এ হৃদয় ।
-
এম এস সজীব ৩০/০৪/২০১৫বাহ!
-
আব্দুল মান্নান মল্লিক ২৯/০৪/২০১৫বা, খুব ভাল লেগেছে