তুমি আসবে বলে
তুমি আসবে বলে
আমি বৃষ্টিকে জানিয়েছি আমন্ত্রন
তুমি আসবে বলে
আমি জোছনাকে করেছি নিমন্ত্রন
তুমি আসবে বলে
আমি বাতাসকে বইতে বলেছি
তুমি আসবে বলে
আমি গোধূলিকে নিজে রাঙিয়েছি
তুমি কেন এলে না
আমার কবিতার শেষ লাইন হয়ে
তুমি কেন এলে না
আমার লেখা গল্পের নায়িকা হয়ে
তুমি আসবে বলে
আমি চিন্তায় ডুবে থাকিনি
তুমি আসবে বলে
আমি নিজেকে নিয়ে ভাবিনী
তুমি আসবে বলে
আমি ঘরের বাইরের আলো দেখনি
তুমি আসবে বলে
আমি আজ দক্ষিণের জানালা খুলিনি
তুমি কেন এলে না
আমার ভাবনায় কল্পনা হয়ে
তুমি কেন এলে না
আমার হৃদয়ের জানালা ছুঁয়ে
তোমার জন্য সারাদিন আজ করেছি অপেক্ষা
দিন শেষে তবুও তোমার পেলাম না দেখা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
আমি বৃষ্টিকে জানিয়েছি আমন্ত্রন
তুমি আসবে বলে
আমি জোছনাকে করেছি নিমন্ত্রন
তুমি আসবে বলে
আমি বাতাসকে বইতে বলেছি
তুমি আসবে বলে
আমি গোধূলিকে নিজে রাঙিয়েছি
তুমি কেন এলে না
আমার কবিতার শেষ লাইন হয়ে
তুমি কেন এলে না
আমার লেখা গল্পের নায়িকা হয়ে
তুমি আসবে বলে
আমি চিন্তায় ডুবে থাকিনি
তুমি আসবে বলে
আমি নিজেকে নিয়ে ভাবিনী
তুমি আসবে বলে
আমি ঘরের বাইরের আলো দেখনি
তুমি আসবে বলে
আমি আজ দক্ষিণের জানালা খুলিনি
তুমি কেন এলে না
আমার ভাবনায় কল্পনা হয়ে
তুমি কেন এলে না
আমার হৃদয়ের জানালা ছুঁয়ে
তোমার জন্য সারাদিন আজ করেছি অপেক্ষা
দিন শেষে তবুও তোমার পেলাম না দেখা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৯/০৪/২০১৫
-
আব্দুল মান্নান মল্লিক ২৭/০৪/২০১৫বা, খুব ভাল কবিতা
-
শাকিলা সুলতানা ২৭/০৪/২০১৫আপনি অনেক ভালো লিখেন আমি মুগ্ধ আপনার লেখায়...।।
শেষ লাইনে বানানে একটা ভুল আছে ।
পেলাম>পেলান ।