দুটি লাইন
লিখতে বসেছি দুটি লাইন
কলম চলতে চায়না
তোর কথা ভেবে মন
ধরে হাজার বায়না
কি লিখবো বলনা আমায়
সবি তো তুই
লেখার মাঝে তোরি কথা
তোরে আমি ছুই
কথার পিঠে কথা থাকে
কথা শেষ হয় না
তোর কথা লিখতে গেলে
কলমের কালি ফুরায় না
চিন্তা চেতনায় তুই আমার
ঘুরিস সারাক্ষণ
তোরেই ভেবে কি চায় যে
এই অবুঝ মন
কিরে তুই চুপ কেন
কিছু তো বল
লজ্জায় গাল দুটো
তোর টলমল
লজ্জা তোর দুই চোখে
লজ্জা তোর মুখে
তোর লজ্জা দেখে আমার
কি যে হাঁসি আসে
দুটি লাইন শেষ করেও
করা হলনা শেষ
লেখার শেষে থেকে যায়
তোর প্রেমের আবেশ !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
কলম চলতে চায়না
তোর কথা ভেবে মন
ধরে হাজার বায়না
কি লিখবো বলনা আমায়
সবি তো তুই
লেখার মাঝে তোরি কথা
তোরে আমি ছুই
কথার পিঠে কথা থাকে
কথা শেষ হয় না
তোর কথা লিখতে গেলে
কলমের কালি ফুরায় না
চিন্তা চেতনায় তুই আমার
ঘুরিস সারাক্ষণ
তোরেই ভেবে কি চায় যে
এই অবুঝ মন
কিরে তুই চুপ কেন
কিছু তো বল
লজ্জায় গাল দুটো
তোর টলমল
লজ্জা তোর দুই চোখে
লজ্জা তোর মুখে
তোর লজ্জা দেখে আমার
কি যে হাঁসি আসে
দুটি লাইন শেষ করেও
করা হলনা শেষ
লেখার শেষে থেকে যায়
তোর প্রেমের আবেশ !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ২৪/০৪/২০১৫সুন্দর
-
রক্তিম ২৪/০৪/২০১৫সব তো তোর জন্য, তুই বন্য তুই অনন্য । সব তো তোর জন্য, তোকে ছাড়া খুজিনা কিছু অন্য।
-
আব্দুল মান্নান মল্লিক ২৪/০৪/২০১৫বা, খুব সুন্দর কবিতা, পড়তে খুব ভাল লাগল
-
সুজয় আচার্য্য ২৪/০৪/২০১৫দু-লাইন বলে তো আবেশ ছড়ালেন।
-
দ্বীপ সরকার ২৪/০৪/২০১৫অনবদ্য ও অনন্য লেখা।