মাঝের দেয়াল
তোমার আর আমার মাঝে
একটা দেয়াল আছে
তবে সেই দেয়ালতা
বেশি দিনের দীর্ঘস্থায়ী নয়
তুমি দেয়ালের ওই পাশে দাঁড়িয়ে
আর আমি আছি এই পাশে
জানি একদিন দেয়ালটা ধ্বসে পরবে
তোমার আমার আবার দেখা হবে
এতো চিন্তা করছো কেন তুমি
তুমি কি জানোনা অপেক্ষার প্রহর কতটা মধুময় হয়
এতো ছটফট করছো কেন তুমি
তুমি কি জানোনা দূরত্বের মাঝে ভালবাসা দীর্ঘস্থায়ী হয়
এই পাগলি আমি জানি তো
তুমি আমাকে তোমার থেকেও
অনেক ভালোবাসো
আর এই পাগলটা তোমাকে
অনেক ভালবাসে
তবে তোমার থেকে বেশি নয়
ভাঙবে একদিন দেয়াল মোদের
ভাঙবে নীরবতা
সময়ের বাস্তবতায় আবার হবে
আমাদের দেখা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
একটা দেয়াল আছে
তবে সেই দেয়ালতা
বেশি দিনের দীর্ঘস্থায়ী নয়
তুমি দেয়ালের ওই পাশে দাঁড়িয়ে
আর আমি আছি এই পাশে
জানি একদিন দেয়ালটা ধ্বসে পরবে
তোমার আমার আবার দেখা হবে
এতো চিন্তা করছো কেন তুমি
তুমি কি জানোনা অপেক্ষার প্রহর কতটা মধুময় হয়
এতো ছটফট করছো কেন তুমি
তুমি কি জানোনা দূরত্বের মাঝে ভালবাসা দীর্ঘস্থায়ী হয়
এই পাগলি আমি জানি তো
তুমি আমাকে তোমার থেকেও
অনেক ভালোবাসো
আর এই পাগলটা তোমাকে
অনেক ভালবাসে
তবে তোমার থেকে বেশি নয়
ভাঙবে একদিন দেয়াল মোদের
ভাঙবে নীরবতা
সময়ের বাস্তবতায় আবার হবে
আমাদের দেখা !!
একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ২৬/০৫/২০১৫বাঃ, খুব সুন্দর কবিতা। ধন্যবাদ ...
-
আব্দুল মান্নান মল্লিক ২৪/০৪/২০১৫খুব সুন্দর কবিতা। আরও লিখবেন। ভাল থাকবেন।
-
মোহাম্মদ আমান উল্লাহ আমান ২২/০৪/২০১৫ভাল লিখেছেন।
-
রক্তিম ২২/০৪/২০১৫বেশ প্রেম কবিতা । ভালো।