www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাল রাতে

এ শহরে আমি একা একা হেঁটেছি অনেক অনেক পথ,
চাঁদ আর কৃত্রিম আলো নিয়ন আলোর মাখামাখিতে
মনে হল ইট, কাঠ, দালান-কোঠা-সবই ভগ্নস্তূপ-
প্রাণহীন দোসর আমার।

সারি সারি বাড়িঘর- রাতের সাজানো মঞ্চনাটক
ব্যঙ্গচিত্র ... ভাঁড়ামীর নকল কসরত
দেখতে পাই সব-সমস্তই
নর্দমার স্রোত ডিঙ্গিয়ে, গলি ঘিঞ্জির পাঁকে পাঁকে
দেখিছি ক্লেদাক্ত শবগন্ধ আর ভূতুড়ে নরক।

এ শহরে আমি একা একা হেঁটেছি অনেক অনেক পথ,
অপারেশন থিয়েটারে পোস্টমর্টেমের যন্ত্র হাতে
এ শহর আমি তন্ন তন্ন খুঁড়েছি অনেক
কাল রাতে পৌরাণিক ফসিল সবাই যখন ঘুমিয়েছিল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast