স্মৃতি
চলে গেছো তুমি আজ দূর বহুদূর
মুছে গেছো কপালের রাঙ্গা সিঁদুর
প্রাণের কান্না বড় বেদনা বিধুর
শুনতে কি পাও তুমি কান্নার সুর?
আয় আয় করে ডাকে প্রাণের আবেগ
ছিলে তুমি আমার, আজ হয়েছো সাবেক...
মুছে গেছো কপালের রাঙ্গা সিঁদুর
প্রাণের কান্না বড় বেদনা বিধুর
শুনতে কি পাও তুমি কান্নার সুর?
আয় আয় করে ডাকে প্রাণের আবেগ
ছিলে তুমি আমার, আজ হয়েছো সাবেক...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/০৬/২০১৬সুন্দর
-
মলয় ঘটক ২৯/০৩/২০১৬সহজ বোধ্য ভালো.
-
মৃণ্ময় আলম ২০/০৩/২০১৬ভাল হয়েছে কবি
-
পদ্মনীল ১৩/০৩/২০১৬সুপার
-
মৃণ্ময় আলম ১২/০৩/২০১৬ভাল লাগলো কবি।
-
দেবজ্যোতিকাজল ১২/০৩/২০১৬ভাল ৷ বেশ ভাল
-
দেবজ্যোতিকাজল ১১/০৩/২০১৬ভাল
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/০৩/২০১৬সিঁধুর নয় সিঁদুর হবে। প্রথম চার লাইন ভালো লেগেছে শেষ লাইন দুটি নিয়ে আরো ভাবুন।
-
দেবব্রত সান্যাল ১০/০৩/২০১৬শেষ দুই লাইনে , ভাব ও অন্ত্যমিল আহত হয়েছে। আশা করি আগে ভালো লিখবেন।