বহতা জীবনানন্দ
বহতা জীবনানন্দ
শফিকুল মুহাম্মদ ইসলাম
এসেছিল কবি এক বাঙালী স্বরূপ; কাঠালের, হিজলের, অশত্থের জগতে হাঁটিয়াছে নিশ্চুপ। দেশপ্রেম প্রকৃতি মননের সাথে একাত্ব করা যার ছিল সৌন্দর মনীষা;
যে কবি, প্রকৃতির রূপ দেখে বারবার হারায়েছে দিশা।
সে কবি জীবনানন্দ বইবে আবহবমানকাল কবিতার সাগরে!
এমন কি, বাক্যরসবিবর্জিত মানুষেরও অন্তরে।
কাক আর কোকিলের দেশে,
কবি প্রকৃতিরে ভালোবেসে,
শুয়েছিল নরম বিছানার মত বাংলার ঘাসে;
কথকতা বলেছে কবি তার সাথে, তারাভরা রাতের আকাশে।
শফিকুল মুহাম্মদ ইসলাম
এসেছিল কবি এক বাঙালী স্বরূপ; কাঠালের, হিজলের, অশত্থের জগতে হাঁটিয়াছে নিশ্চুপ। দেশপ্রেম প্রকৃতি মননের সাথে একাত্ব করা যার ছিল সৌন্দর মনীষা;
যে কবি, প্রকৃতির রূপ দেখে বারবার হারায়েছে দিশা।
সে কবি জীবনানন্দ বইবে আবহবমানকাল কবিতার সাগরে!
এমন কি, বাক্যরসবিবর্জিত মানুষেরও অন্তরে।
কাক আর কোকিলের দেশে,
কবি প্রকৃতিরে ভালোবেসে,
শুয়েছিল নরম বিছানার মত বাংলার ঘাসে;
কথকতা বলেছে কবি তার সাথে, তারাভরা রাতের আকাশে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।