প্রেমানন্দ বলে
প্রেমানুভূতির আকর্ষণ উপলব্ধি করেছি ঢের...
ক্লেশে অক্লেশে হৃদস্পন্দনে মোর পেয়েছি তা টের!
অনিবার দোলায়িতচিত্ত মোর পাহাড়ী প্রদেশে
প্রেমানন্দ বলে, ওহে গোবিন্দ আসিত তব নানা বেশে!
শস্য ফলিয়া গেছে ফুলও ফোটিয়া গেলো কবে!
বাতাবি লেবুর কানন ফুরালো তুমি কেনো তবে?
কহিলাম ফের চঞ্চল আঁখি দুটি তুলে;
হাতখানা বুলিয়ে বুলিয়ে মম চুলে!
কাঞ্চনমালা বলেনি কি এসে? সিংহল সমুদ্রতটে?
মানসীকে বিহীন আজও আছি আমি মহাসংকটে।
কখনো খুঁজেছি জোছনার আলোতে তারে তপোবনে;
আবার খুঁজেছি নিশিতের অন্ধকারে কত নির্জনে।
ক্লেশে অক্লেশে হৃদস্পন্দনে মোর পেয়েছি তা টের!
অনিবার দোলায়িতচিত্ত মোর পাহাড়ী প্রদেশে
প্রেমানন্দ বলে, ওহে গোবিন্দ আসিত তব নানা বেশে!
শস্য ফলিয়া গেছে ফুলও ফোটিয়া গেলো কবে!
বাতাবি লেবুর কানন ফুরালো তুমি কেনো তবে?
কহিলাম ফের চঞ্চল আঁখি দুটি তুলে;
হাতখানা বুলিয়ে বুলিয়ে মম চুলে!
কাঞ্চনমালা বলেনি কি এসে? সিংহল সমুদ্রতটে?
মানসীকে বিহীন আজও আছি আমি মহাসংকটে।
কখনো খুঁজেছি জোছনার আলোতে তারে তপোবনে;
আবার খুঁজেছি নিশিতের অন্ধকারে কত নির্জনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।