www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়তো বা এমন একদা

হয়তো বা এমন একদা


আজি বসন্ত নব পল্লবে দোলে শাখে
যৌবনে দৃপ্ত বাহু আঁকরে ধরে উষ্ণ
                         বক্ষ।।
অনাগতে শীতলতা চির বাস্তবতা
আমি প্রিয় করি ভবিষ্যৎ বন্দনা।।

হয়তো বা এমন একদা
      বিষন্নতায় জাগাবে
                      প্রশ্ন?
ঋতু চক্র জাগাবেনা ছন্দ
পাখি গাঁইবেনা
মুকুল ফুটিবেনা
কাশে দুলিবেনা
      দূর্বার সবুজ প্রান্তর,
বলবেনা কথা কাব্য ছন্দে।।
রমলা প্রণয়নী রাঙ্গা সূর্য কপালে
                      দেবেনা ঠাঁই
ঝিলিক ছোবেনা সরু পথে।।
সন্ধ্যায় কুশল কামনায়
তুলসী মঞ্চে জ্বালাবেনা দীপ কেউ,
শূন্য পথে বিচরনে বিচলিত হবে
                    হৃদয় প্রান্তর।।
শ্রান্তে অবসন্ন তনু। নগ্ন গগন
সাথী হবে বেদনা বিন্যাসে,
শুধু চিত্ত উতল অদর্শন বেদনায়
                          প্রিয়শ্রীর।।
নোনা জলে ভাসে দু আঁখি
                          দৃষ্টি অনর
একাকীত্ব, একাকীত্বতায় পূর্ণ।।

এমন একদা হয়তো বা দাঁড়াবে
দ্বার প্রান্তে, নিত্য সে রবে বলে
ভরসা পাই,
      একাকীত্বে বন্ধু সাঁজাই।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast