www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার ভালোবাসা আমার অধিকার

তোমায় ভালোবাসি
      এ আমার অধিকার
তোমায় কাছে ডাকি
      তুমি শুধুই আমার।।
তুমি চেয়ে নেওয়া
      কুঁড়িয়ে পাওয়া নয়
তুমি আশা মোর
     নয় কোন ভয়।।
তোমায় ভালোবাসি
     বেসে যাব সে অবধি
তোমায় চাই শ্বাসে-নিশ্বাসে
      জীবনে নিরবধি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিশ্বজিৎ বণিক ০১/১০/২০১৩
    সত্যি কথা বলতে কি ? আমার কাছে অগোছালো মনে হয়েছে কবিতার কাঠামো ।
    সামনে অনেক ভালো লিখা আশা করছি ।
    • শফিক মাহমুদ ০১/১০/২০১৩
      কবিতা টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্য হলো ,এই কবিতাটি লেখা হয়ে ছিল তা প্রায় ১৪-১৫ বছর আগে। কবিতার খাতায় চোখ পরে গেল আর প্রিয়তমার কথা মনে পরলো। আর সব চেয়ে সত্য টি হলো,সে প্রিয়তমা আজ আমার ঘরের আলো।
      ভালো থাকবেন।
  • আর. এইচ. মামুন ০১/১০/২০১৩
    তোমায় ভালবাসি
    বেসে যাব সে অবধি
    • শফিক মাহমুদ ০১/১০/২০১৩
      ভালোবাসার মানুষটি যখন হাত বাড়ালেই পাওয়া,এর চেয়ে সুখোকর সময় আর কি হতে পারে।

      ভালো থাকবেন।
  • নির্ঝর রাজু ০১/১০/২০১৩
    এই যে শফিকদাকে পেলুম! ভালইত লিখেছেন ১২ লাইনের ভিতরে কেমন অন্তমিল দিয়ে প্রিয়ার প্রতি চিরন্তন শব্দগাথা... তা বলি আমার ব্লগে একটু মাঝে মাঝে উকি দিলেওত পারেন!
    • শফিক মাহমুদ ০১/১০/২০১৩
      প্রিয়তে আছ তুমি
      সময় পেলেই যাই তোমার বাড়ি
      কবিয়াল তুমি
      আমার বাড়ি আসতে তোমার লাগবে না গাড়ি।।

      ভালো থেকো কবি।
  • Înšigniã Āvî ০১/১০/২০১৩
    অনন্ত ভালোবাসা
 
Quantcast