মা
মা
মা তুমি আছ আমার জীবনে সেই দিন থেকে
যে দিন থেকে আমার অনুভূতি এসেছে তোমাতে,
রেখেছো উদোরে কষ্ট-স্বাদে আল্লাহর রাহে
মা তুমি রয়েছ আমার জীবনে সেই দিন থেকে।।
মা তুমি আমার মনে প্রথম স্মৃতি কথা
তোমার ভাষাই আমার মুখের শব্দ গাঁথা,
সত্যের এই আমি আজ,মা তোমায় সালাম
মা আমি তোমার জীবনের চিরস্থাই গোলাম।।
মা তুমি আছো আমার প্রতি কাজে
তোমার আশা প্রেরনায় মনে মাঝে,
সত্য ন্যয়ের এই আমি,মা তোমায় সালাম
মা আমি কি ভাবে দেব এ জীবনের দাম।।
মা আমার এই যে আমি,ডাকি তোমায় মা
বলতে পার কোন সে শুধা আছে ও মা,
পৃথিবীতে নেই কো যার তুলনা
মা তোমায়,মা ডাকতে কখনোই ভুলিনা।।
মা তুমি আছ আমার জীবনে সেই দিন থেকে
যে দিন থেকে আমার অনুভূতি এসেছে তোমাতে,
রেখেছো উদোরে কষ্ট-স্বাদে আল্লাহর রাহে
মা তুমি রয়েছ আমার জীবনে সেই দিন থেকে।।
মা তুমি আমার মনে প্রথম স্মৃতি কথা
তোমার ভাষাই আমার মুখের শব্দ গাঁথা,
সত্যের এই আমি আজ,মা তোমায় সালাম
মা আমি তোমার জীবনের চিরস্থাই গোলাম।।
মা তুমি আছো আমার প্রতি কাজে
তোমার আশা প্রেরনায় মনে মাঝে,
সত্য ন্যয়ের এই আমি,মা তোমায় সালাম
মা আমি কি ভাবে দেব এ জীবনের দাম।।
মা আমার এই যে আমি,ডাকি তোমায় মা
বলতে পার কোন সে শুধা আছে ও মা,
পৃথিবীতে নেই কো যার তুলনা
মা তোমায়,মা ডাকতে কখনোই ভুলিনা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--পৃথিবীর সব মাকে স্যালুট, মায়ের জন্য কবিতা, ধন্যবাদ কবি--
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩কোন উপমাতেই মায়ের অবদান বর্ননা করা যাবে না।তারপর ও আপনি খুবই চমৎকার ভাবে তুলে ধরেছেন।ভালো লাগলো ধন্যবাদ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৪/০৯/২০১৩মা, মাতৃভাষা, মাতৃভূমির নাইতো তুলনা
স্বর্গ মায়ের পায়ের নীচে কেউ তা ভুলনা।
মায়ের জন্য এমন লেখা সবার কাছে যেন পাই। খুব সুন্দর অভিব্যক্তি। -
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩অসাধারণ....
মা এক ও একমাত্র যার তুলনা কোনভাবেই করা সম্ভব নয়,
বোধহয় 'স্মৃতি' লিখতে চেয়েছিলেন 'সৃতি' র বদলে,
একটু দেখে নিন ।