www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় মনে পড়ে বলে

তোমায় মনে পড়ে বলে


তোমায় মনে পড়ে বলে
               নদীর পাড় ধরে হাঁটি
               ভেজা বালু  রাশি
               জড়ায় পদ তলে
               শিতলতায়।
তোমায় মনে পড়ে বলে
               বৃক্ষের ছায়ায় উদাম
               তনুতে দাঁড়িয়ে থাকি,
               দিগন্তের চিবুক ছুয়ে
               বিভোরতায়।
তোমায় মনে পড়ে বলে
              বলাকার চোখে
              চোখে চোখ রাখি,
              জানতে চাই আমি
              আমায়।
তোমায় মনে পড়ে বলে
              কবিতার ঠোঁটে,ঠোঁট
              রাখি।চুমু খাই চিবুক ধরে
              প্রতি পংক্তি পূংখানু রূপে
              তোমায় ভুলায়।
তোমায় মনে পড়ে বলে
             আড্ডায় মজে যাই
             ক্রীড়ায় মেতে উঠি
             জয়-পরাজয়ের
             দোটানায়।
তোমায় মনে পড়ে বলে
            হাঁটি একাকি নিরবে
            নতুন কোন শব্দ
            চয়নের প্রেক্ষিতে
            কাব্য রচায়।
তোমায় মনে পড়ে বলে
            হারিয়ে যাই
            অজানায়।
            শয্যায় লুটাই তনু
            কত ভাবনায়।
ভাবতে চাই না আমি
             কাছে তুমি নাই
তোমার ভাবনা শুধু
            কষ্ট বাড়ায়।
ভাবতে চাই না আমি
            রয়েছ তুমি দূরে
তোমার অবস্হান চাই
            অতৃপ্ত বাহু ডোরে,
যা আমায় ঘিরে
            কথা কয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    দুর্দান্ত.....
    ভীষণভাবে মনে পড়ল কিছু গানের লাইন.. "তুমি না থাকলে পৃথিবীটা এত সুন্দর হোতো না....."
  • ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩
    --বানান গুলো ঠিক করে নিলে বাকী সব ভালো--
  • প্রিয় যবে দূরে সরে যায়
    সে যে আরো প্রিয় হয় জানি- মান্না দে
    কবিতা ভালো লেগেছে
  • সহিদুল হক ২৩/০৯/২০১৩
    কবিতা ভালোই।কিন্তু সাহিত্যে বানানের গুরুত্ব অপরিসীম।এদিকটা খেয়াল রাখা জরুরী।শিরোনামেও যদি বানান ভুল থাকে কবি সম্পর্কে ভাল ধারণা জন্মায় না।
    পরে>পড়ে
    দাড়িয়ে>দাঁড়িয়ে
    অবস্তান>অবস্থান
    হাড়িয়ে>হারিয়ে
    • শফিক মাহমুদ ২৪/০৯/২০১৩
      সহিদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বানানের বেপারটা মাথায় থাকলো।
 
Quantcast