দেখার চোখ না চোখের দেখা
দেখার চোখ, না চোখের দেখা
একা নগ্ন নারী
ও
শুকনো নদীর মধ্যে কি
ব্যবধান,
সেই দেখা অদেখার মধ্যে
কি বা ?
নগ্ন উন্মুক্ত নদীর বুকটা
স্পর্শ কাতর,
দুপুরে মরণ বাঁশি।।
মন জুরে আছে যেন তার
এ পার ও পার।।
কিন্তু তুমি,আপনি,সে-
নারীর কোন দিকটার কাছা-কাছি
কোন পারে,কোন ঘাটে আছো তাঁর
অপেক্ষায়?
একা নগ্ন নারী
ও
শুকনো নদীর মধ্যে কি
ব্যবধান,
সেই দেখা অদেখার মধ্যে
কি বা ?
নগ্ন উন্মুক্ত নদীর বুকটা
স্পর্শ কাতর,
দুপুরে মরণ বাঁশি।।
মন জুরে আছে যেন তার
এ পার ও পার।।
কিন্তু তুমি,আপনি,সে-
নারীর কোন দিকটার কাছা-কাছি
কোন পারে,কোন ঘাটে আছো তাঁর
অপেক্ষায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৬/০৯/২০১৩osadharon likhechen puro boktobyo bujhote 3 bar porote hoyeche. tobe osadharon.
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/০৯/২০১৩খুবই ভালো উপমা।তবে একটু রহস্যময়ী।