রুহ
রুহ
শফি মোঃ ওমর ফারুক তাং ০৫/০৭/২০১৮
রুহ; তোমায় “সে”(প্রজ্ঞাময়)ছাঁচে ঢালা শুকনো ঠন ঠনে মাটিতে সঞ্চালন করেছেন
রুহ; তুমি একমাত্র তাঁর আজ্ঞাধীন এবং তুমি তাঁর রুহ দ্বারা শক্তিশালী ।
হে, প্রসন্ন প্রশান্ত আত্মা তাঁর সান্নিধ্যে হাজির হও এবং নত হও ।
সৃষ্টির অগ্নিপথে “সৌন্দর্য সঞ্চারী” উঠিল শিহরি; তব প্রানের পরে জাগ্রত প্রহরী ।
ধ্যানে জ্ঞানে, লজ্জা সজ্জার আবরণে প্রদীপ্ত কল্পনা, রুহ তুমি আত্মার মুগ্ধ আল্পনা
পাপে পুন্যে; উখানে পতনে; স্নেহার্ত সন্ধানে, আত্বিক বন্ধনে,
নিভৃত আলো ছায়ার অন্তরালে,
রুহ, তুমি ঊষার নিভৃত মর্মের উজ্জল বা মলিন শশী ।
প্রচ্ছন্ন সংগ্রামে, দুর্জয় বা বিনাশে, অভিভূত বিধানে
আলোড়িত অনুরাগের পৌঢ় প্রহরে,
নব নবীন, মাটির জঠরে নদী গড়ল জীবন ।
পলল প্রলয়ে কাঁদে প্রাণের হিয়া, ইন্দ্রধনুর মত্ত কোলাহলে গিয়া
কোন রাজ্যে অনুকাব্যের নিবাস তোমার রুহ ?
নব নব, নব যুগের আলোকে, একুল ওকূল অন্ধকার আলোক ঝলকে
অরুণ দারুণ ঔদাস্যে নিমগ্ন জনস্রোতে
অসীম কালের নীড়ে
কি অর্জন তোমার, ঘৃন্য বা ধন্য; চূর্ণ বা বিচূর্ণ
দৃশ্যত অবিন্যাস্থ বিন্যাস তোমার, রুহ ।
সূক্ষণ দক্ষ, অনুভূতিতে স্পর্শ; পদ্মরাগে মুখরিত পুষ্প
চৌচির কাকলি, দুঃসহ দ্বন্দে হাসিল বকুলি
পাষাণ ভেদীর নিঃশব্দ ছন্দগন্ধ কলরোলে
মনন স্বপ্নের অধিক রহস্যে
পুণ্যশীতল পুষ্প প্রদীপ তুমি, রুহ ।
নিদ্রিত পূরীর মর্মে, হৃষিত গদ্যের অর্ঘে
কাব্য বিদেহী সূ-গন্ধির সুর ছন্দে
শৈবালে বা জল ও মাটির জঠরে, অনাবৃত বৃন্তের ঘ্রাণে
নিখিলের শিল্প শৈলীর প্রাণে, আরতি বা আরাধনার শেকড়ে
রুহ, তুমি অত্যুষ্ণ হৃদি অপর্ণা ।।
দ্রোহ সৃষ্টি ও বিনাশের বিস্ফোরণে; নিখিলের ঐশ্বর্য জ্যোতিময় রৌদ্রুরে
ক্রন্দনে, যুগের তপ্ত চন্দনে
ক্ষুদ্র বা বৃহতের অতৃপ্ত প্রান্তরে, মহাকাল বা অনন্ত যুগের অন্তরে
রুহ, তুমি অলংকিত এক মহা বিস্ময়কর বিস্ময় ।।
শফি মোঃ ওমর ফারুক তাং ০৫/০৭/২০১৮
রুহ; তোমায় “সে”(প্রজ্ঞাময়)ছাঁচে ঢালা শুকনো ঠন ঠনে মাটিতে সঞ্চালন করেছেন
রুহ; তুমি একমাত্র তাঁর আজ্ঞাধীন এবং তুমি তাঁর রুহ দ্বারা শক্তিশালী ।
হে, প্রসন্ন প্রশান্ত আত্মা তাঁর সান্নিধ্যে হাজির হও এবং নত হও ।
সৃষ্টির অগ্নিপথে “সৌন্দর্য সঞ্চারী” উঠিল শিহরি; তব প্রানের পরে জাগ্রত প্রহরী ।
ধ্যানে জ্ঞানে, লজ্জা সজ্জার আবরণে প্রদীপ্ত কল্পনা, রুহ তুমি আত্মার মুগ্ধ আল্পনা
পাপে পুন্যে; উখানে পতনে; স্নেহার্ত সন্ধানে, আত্বিক বন্ধনে,
নিভৃত আলো ছায়ার অন্তরালে,
রুহ, তুমি ঊষার নিভৃত মর্মের উজ্জল বা মলিন শশী ।
প্রচ্ছন্ন সংগ্রামে, দুর্জয় বা বিনাশে, অভিভূত বিধানে
আলোড়িত অনুরাগের পৌঢ় প্রহরে,
নব নবীন, মাটির জঠরে নদী গড়ল জীবন ।
পলল প্রলয়ে কাঁদে প্রাণের হিয়া, ইন্দ্রধনুর মত্ত কোলাহলে গিয়া
কোন রাজ্যে অনুকাব্যের নিবাস তোমার রুহ ?
নব নব, নব যুগের আলোকে, একুল ওকূল অন্ধকার আলোক ঝলকে
অরুণ দারুণ ঔদাস্যে নিমগ্ন জনস্রোতে
অসীম কালের নীড়ে
কি অর্জন তোমার, ঘৃন্য বা ধন্য; চূর্ণ বা বিচূর্ণ
দৃশ্যত অবিন্যাস্থ বিন্যাস তোমার, রুহ ।
সূক্ষণ দক্ষ, অনুভূতিতে স্পর্শ; পদ্মরাগে মুখরিত পুষ্প
চৌচির কাকলি, দুঃসহ দ্বন্দে হাসিল বকুলি
পাষাণ ভেদীর নিঃশব্দ ছন্দগন্ধ কলরোলে
মনন স্বপ্নের অধিক রহস্যে
পুণ্যশীতল পুষ্প প্রদীপ তুমি, রুহ ।
নিদ্রিত পূরীর মর্মে, হৃষিত গদ্যের অর্ঘে
কাব্য বিদেহী সূ-গন্ধির সুর ছন্দে
শৈবালে বা জল ও মাটির জঠরে, অনাবৃত বৃন্তের ঘ্রাণে
নিখিলের শিল্প শৈলীর প্রাণে, আরতি বা আরাধনার শেকড়ে
রুহ, তুমি অত্যুষ্ণ হৃদি অপর্ণা ।।
দ্রোহ সৃষ্টি ও বিনাশের বিস্ফোরণে; নিখিলের ঐশ্বর্য জ্যোতিময় রৌদ্রুরে
ক্রন্দনে, যুগের তপ্ত চন্দনে
ক্ষুদ্র বা বৃহতের অতৃপ্ত প্রান্তরে, মহাকাল বা অনন্ত যুগের অন্তরে
রুহ, তুমি অলংকিত এক মহা বিস্ময়কর বিস্ময় ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৯/০৭/২০১৮ছন্দ,অর্থ সবকিছু মিলিয়ে চমৎকার লেগেছে।শুভেচ্ছা নিবেন কবি।
-
সাইদ খোকন নাজিরী ০৮/০৭/২০১৮কঠিন বাস্তবতার এক উজ্জ্বল দৃষ্ঠান্ত।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৭/২০১৮রুহ-বর্ণনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৬/০৭/২০১৮খুব ভাল লিখেছেন।
অনেক ধন্যবাদ।