দগ্ধ আরতি
দগ্ধ আরতি
শফি মোঃ ওমর ফারুক তাং ০২/০৭/২০১৮
হেলায় ধুলায় নয়; সৃষ্টি রহস্যে গুঢ় অন্ধকার
অনাদিকালের উৎসে সৃষ্টি নশ্বর নয় অবিনশ্বর
কি লাভ ? তৃষিত পলক ফেলে নির্মল আকাশে
নিখিলের রঙ্গলীলার নেপথ্যে; পুস্পিত দহন নিভৃত লেলিহানে ।
ওগো; মায়াবিনী,--
অর্ধনিমিত চোখের পাতায় খুজে নিও সৃষ্টির ঐশ্বর্য
শিশির যেন শব্দ না পায়, তার পুষ্প পরশ সংসারে
নিগুঢ় অদৃশ্য যেন লজ্জা না পায়, তার সঞ্চিত দীপ্ত দ্বীপ জ্বেলে
দগ্ধ আরতি যেন বঞ্চিত না হয়; তার নির্মল স্নেহময়ী সত্য খুঁড়ে ।।
ওহে; অনুপমা---
ঘণ বরষার বিপুল ছন্দে; বিবশ বসন্তের আকুল গন্ধে
ঘণ মেঘের আধার এলে;
পুণ্য শীতল কাব্যকুঞ্জবনে, প্রেমের রস্মি ছড়িয়ে দিয়ো, ওগো অনুপমা ।
ওগো; নিরুপমা---
দ্যুলোক পালকে পুলক এলে, আলোক ঝলকে রাগরাগিণী ফুরালে
নদের স্রোতে তীব্র ঝড় এলে;
মলিন চোখের নীলিমায় তপ্ত দুপুর দ্যাখো, ওগো- নিরুপমা ।।
শফি মোঃ ওমর ফারুক তাং ০২/০৭/২০১৮
হেলায় ধুলায় নয়; সৃষ্টি রহস্যে গুঢ় অন্ধকার
অনাদিকালের উৎসে সৃষ্টি নশ্বর নয় অবিনশ্বর
কি লাভ ? তৃষিত পলক ফেলে নির্মল আকাশে
নিখিলের রঙ্গলীলার নেপথ্যে; পুস্পিত দহন নিভৃত লেলিহানে ।
ওগো; মায়াবিনী,--
অর্ধনিমিত চোখের পাতায় খুজে নিও সৃষ্টির ঐশ্বর্য
শিশির যেন শব্দ না পায়, তার পুষ্প পরশ সংসারে
নিগুঢ় অদৃশ্য যেন লজ্জা না পায়, তার সঞ্চিত দীপ্ত দ্বীপ জ্বেলে
দগ্ধ আরতি যেন বঞ্চিত না হয়; তার নির্মল স্নেহময়ী সত্য খুঁড়ে ।।
ওহে; অনুপমা---
ঘণ বরষার বিপুল ছন্দে; বিবশ বসন্তের আকুল গন্ধে
ঘণ মেঘের আধার এলে;
পুণ্য শীতল কাব্যকুঞ্জবনে, প্রেমের রস্মি ছড়িয়ে দিয়ো, ওগো অনুপমা ।
ওগো; নিরুপমা---
দ্যুলোক পালকে পুলক এলে, আলোক ঝলকে রাগরাগিণী ফুরালে
নদের স্রোতে তীব্র ঝড় এলে;
মলিন চোখের নীলিমায় তপ্ত দুপুর দ্যাখো, ওগো- নিরুপমা ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৭/২০১৮বেশ লাগল
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৭/২০১৮অনন্য ভাবনা ।
বেশ ভাল লাগলো ।
শুভেচ্ছা রইলো অবিরত ।