www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা মাতৃত্ব

মা, মাতৃত্ব
শফি মোঃ ওমর ফারুক

মায়ের মমত্ব মাতৃত্ব, বন্ধনের সূ-দৃঢ় তত্ব
ভালবাসার সর্বশেষ অস্থিত্ব ।
মা, মাতৃত্ব; পার্ল প্রবাল শৈবালে, রত্ন জবা ফুল
পরাণে পরাণের মর্মে হল ব্যাকুল ।

আঁখিপাতে চকিত আর্তিতে; আকুল ব্যাকুল কল-কাকলিতে
তৃষিত বিরহের শীতল শিহরনে
অনুক্ষণ মান, কাঁদে কাহার মন ?

নিভৃত লেলিহানে, সুবাসিত আলেখ্যের সুতিকাব্যে
মহাকালের বিবর্তনে, যুগান্তরের নির্জনতায়
আকুল-ব্যাকুল আর্তস্বর কল্লোলে, বসন্তের সুগন্ধি হিল্লোলে
মধুর দৃঢ় বন্ধনে, কে রচিল? এমন অমৃত সুধা দান, কবি ?

বিরহিণীর ধ্যানে জ্ঞানে, আলোকিত নিগুঢ় প্রেমের সুঘ্রাণে
ঔদার্যে, ভুবন মোহন হাসিতে, মহাকাব্য মহাজ্যোতিতে
কে গাহিল প্রেমের এমন সর্বোউচ্চ গান ?
হেলায় ধুলায় নয়; সৃষ্টির গুঢ় রহস্যে, মাতৃত্বের আদ্রতায় মহীরুহ শেকড়ে
অনুধাবিত মৌনতার নৈবেদ্য ঔদার্যে, চৈতালি সুখের অবেধ্য সূর্যে
কে? ঢেলে দিল অবিনশ্বরতার সূতিকাহন, কবি ?

মা, মাতৃত্ব; উজ্জীবিত বোধে, এমন অমরত্ব পিপাসার ক্রোধে
পুষ্প পরশ পদভারে, নিখিলের মর্মে মধুর প্রীতিতে
অবিনশ্বর প্রেমের হেমন্ত সংসারে,
কে? অলংকিত করলো, ঝিনুক; নুড়িপাথর; পার্ল প্রবালে, কবি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast