www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতা - জয়োগান

জয়োগান
শফি মোঃ ওমর ফারুক তাং ২৯/০৬/২০১৮

বুকে চাপ দেয় সৃষ্টি বা বিনাশ
ধরার মর্মে জেগে উঠে আত্মার উল্লাস ।
তব বিস্ময় তিয়াস, আত্মায় প্রাণে অক্ষয় আম্লান
হে বলীয়ান; গাও তব আত্মার জয়োগান ।।

যৌবন; পর্বত চূড়ার উচ্ছল তরঙ্গ ধরে
পসন্ন পদভারে; পুষ্প পরশ বিস্ময় ভরে
আজি ঊষার থরে থরে, শিথিল শিলার ঘরে ঘরে
জাগিয়া উঠিয়াছে প্রাণ;
হে- বলীয়ান; নতশিরে গাও সৃষ্টির জয়োগান ।।

হেরিছে সুন্দর তব বসন্ত ছড়াল শুভ ঘ্রাণ
অনাদৃত শিখর ললাট ভরে, স্নেহের পদভারে গাহিয়াছে প্রাণের গান
কাপিয়া উঠিয়াছে মনোপ্রাণ,
হে, বলীয়ান; অবনতশিরে গাও স্রষ্টার জয়োগান ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast