মন কাঁদে
মন কাঁদে
শফি মোঃ ওমর ফারুক তাং ২৩/০৬/২০১৮ ইং
কোন শতাব্দীর কোন বসন্তে, কোন মহাকালের মহা জাগরনে
মন কেঁদেছিল নিভৃত বিরলে
আজো কাঁদে অনন্ত আরলে ।
তব, আলোক সিন্ধুতিরে; নিখিলের নীলাভ কাব্য নীড়ে
তব, সুন্দর পুষ্প পল্লব কুসুমে, উল্লসিত সঙ্গীত হিল্লোলে
অন্তরের বিদ্বেষ বিষে নৈবেদ্য কান্নার ঝড় ।
সৃষ্টির আলোড়ন উদ্ধত বিস্ময়ে, বেদনার তাপে মৌনতার দহনে
সৃষ্টির মননে নিঃশব্দ অন্ধকারে, ঈশান কোলের নীলাভ সুন্দরে
মন কাঁদে নিঃশব্দ বিরলে ।
জ্যোতি রথির দিবস বেলায়, প্রাচুর্যময় শিথিল শিলার বাক্যহীন খেলায়
নিবিড় সৃষ্টির নিভৃত মননে, অনূদিত বর্ষার নৃত্য অনলে
মন পোড়ে নির্জন বিরলে
ডুবে যায় মন নিভৃত আরলে ।
তপক্লিষ্ট সন্ন্যাসীর নিঃশব্দ প্রহরে, চঞ্চল অরন্যে তরুতলের কলকণ্ঠে
নুপুর কাঁদিয়া মরে নৃত্যের ঝংকারে
মন কাঁদে নিঃশব্দ বিরলে ।
পদ্মাসন পদ্মশ্রীর পরিত্যাক্ত বৎসরে, যুগের ওষ্ঠে আত্মার দাবানলে
বৃষ্টি ঝরুক গদ্যময় ধরিত্রীর হাহাকারে
মন কাঁদে নিঃশব্দ বিরলে
মন আজো কাঁদে নিভৃত আরলে ।।
শফি মোঃ ওমর ফারুক তাং ২৩/০৬/২০১৮ ইং
কোন শতাব্দীর কোন বসন্তে, কোন মহাকালের মহা জাগরনে
মন কেঁদেছিল নিভৃত বিরলে
আজো কাঁদে অনন্ত আরলে ।
তব, আলোক সিন্ধুতিরে; নিখিলের নীলাভ কাব্য নীড়ে
তব, সুন্দর পুষ্প পল্লব কুসুমে, উল্লসিত সঙ্গীত হিল্লোলে
অন্তরের বিদ্বেষ বিষে নৈবেদ্য কান্নার ঝড় ।
সৃষ্টির আলোড়ন উদ্ধত বিস্ময়ে, বেদনার তাপে মৌনতার দহনে
সৃষ্টির মননে নিঃশব্দ অন্ধকারে, ঈশান কোলের নীলাভ সুন্দরে
মন কাঁদে নিঃশব্দ বিরলে ।
জ্যোতি রথির দিবস বেলায়, প্রাচুর্যময় শিথিল শিলার বাক্যহীন খেলায়
নিবিড় সৃষ্টির নিভৃত মননে, অনূদিত বর্ষার নৃত্য অনলে
মন পোড়ে নির্জন বিরলে
ডুবে যায় মন নিভৃত আরলে ।
তপক্লিষ্ট সন্ন্যাসীর নিঃশব্দ প্রহরে, চঞ্চল অরন্যে তরুতলের কলকণ্ঠে
নুপুর কাঁদিয়া মরে নৃত্যের ঝংকারে
মন কাঁদে নিঃশব্দ বিরলে ।
পদ্মাসন পদ্মশ্রীর পরিত্যাক্ত বৎসরে, যুগের ওষ্ঠে আত্মার দাবানলে
বৃষ্টি ঝরুক গদ্যময় ধরিত্রীর হাহাকারে
মন কাঁদে নিঃশব্দ বিরলে
মন আজো কাঁদে নিভৃত আরলে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৭/২০১৮খুব সুন্দর লাগল।
-
আবুল খায়ের ২৪/০৬/২০১৮good
-
মাহামুদুল হাসান ২৪/০৬/২০১৮বাহ
-
সাইদ খোকন নাজিরী ২৪/০৬/২০১৮বিস্ময়কর লিখনী মুগ্ধ হলাম।
-
আরণ্যক আরাধ্য ২৪/০৬/২০১৮সুন্দর সৃষ্টি। অনেক শুভ কামনা।
-
পি পি আলী আকবর ২৩/০৬/২০১৮শুভেচ্ছা রইলো
-
ন্যান্সি দেওয়ান ২৩/০৬/২০১৮Good.
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৬/২০১৮ব্লগে স্বাগতম। শুভকামনা।