www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন কাঁদে

মন কাঁদে
শফি মোঃ ওমর ফারুক তাং ২৩/০৬/২০১৮ ইং

কোন শতাব্দীর কোন বসন্তে, কোন মহাকালের মহা জাগরনে
মন কেঁদেছিল নিভৃত বিরলে
আজো কাঁদে অনন্ত আরলে ।

তব, আলোক সিন্ধুতিরে; নিখিলের নীলাভ কাব্য নীড়ে
তব, সুন্দর পুষ্প পল্লব কুসুমে, উল্লসিত সঙ্গীত হিল্লোলে
অন্তরের বিদ্বেষ বিষে নৈবেদ্য কান্নার ঝড় ।

সৃষ্টির আলোড়ন উদ্ধত বিস্ময়ে, বেদনার তাপে মৌনতার দহনে
সৃষ্টির মননে নিঃশব্দ অন্ধকারে, ঈশান কোলের নীলাভ সুন্দরে
মন কাঁদে নিঃশব্দ বিরলে ।

জ্যোতি রথির দিবস বেলায়, প্রাচুর্যময় শিথিল শিলার বাক্যহীন খেলায়
নিবিড় সৃষ্টির নিভৃত মননে, অনূদিত বর্ষার নৃত্য অনলে
মন পোড়ে নির্জন বিরলে
ডুবে যায় মন নিভৃত আরলে ।

তপক্লিষ্ট সন্ন্যাসীর নিঃশব্দ প্রহরে, চঞ্চল অরন্যে তরুতলের কলকণ্ঠে
নুপুর কাঁদিয়া মরে নৃত্যের ঝংকারে
মন কাঁদে নিঃশব্দ বিরলে ।

পদ্মাসন পদ্মশ্রীর পরিত্যাক্ত বৎসরে, যুগের ওষ্ঠে আত্মার দাবানলে
বৃষ্টি ঝরুক গদ্যময় ধরিত্রীর হাহাকারে
মন কাঁদে নিঃশব্দ বিরলে
মন আজো কাঁদে নিভৃত আরলে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast