কবিতা- জীবাশ্ম
জীবাশ্ম
শফি মোঃ ওমর ফারুক তাং ১৭/০৬/২০১৮ ইং
মাটি থেকে ভস্ম বা জীবাশ্ম আলাদা করা যায় না
দৃশ্য বা অদৃশ্যের অখণ্ডতা বৈরাগ্য নয়
তোমাকে কি ভাবে পাবে ? তুমি কবি ?
স্বপ্ন অলীক মেঘশ্রাবণে ? না মাটি বা ভস্মে ?
অবশেষে জীবন্ত মাটিতে ।
আত্মা কি চলে যায় সিজ্জিইন বা ইল্লিইনে ?
অবকাশ শেষে এর মর্মাথ অনুধাবন করা যায় না
“সে” যা জানে তুমি তা জান না ।
জীবন কি বলে ? তপ্ত রৌদ্রে ?
শ্বাসের খুশবুতে কি আনন্দ পাও জীবন চলার পথে ?
চির বসন্ত কি ? আহ্বান করেনি চিরন্তন কোন শুভ পথের ।
নদের ধারে কেমন দাহন, মধুর বাতায়নে ?
আলো নদের কাছে ক্ষমা প্রাথনা করেনি কভু ।
ওহে; দীনকায় রুদ্র তবে কেন নদের ধারে যাও ?
কি মোহমায়া এঁকে দিল “সে” তোমার দুচোখে ?
জীবনের নাব্যতা বিস্মৃতির পাতাহীন কোন গাছ নয়
বিবর্ণ বিরহ থেকে বৈরি ঝড়, বালুচর, আলাদা করা দায়
জীবন তপ্ত রৌদ্রে রৌদ্র কমলের ছায়া,
ওহে কবিবর, কি? দহনের দ্রোহে কাঁদিয়া উঠিল চিত্তদলের মায়া ।
শফি মোঃ ওমর ফারুক তাং ১৭/০৬/২০১৮ ইং
মাটি থেকে ভস্ম বা জীবাশ্ম আলাদা করা যায় না
দৃশ্য বা অদৃশ্যের অখণ্ডতা বৈরাগ্য নয়
তোমাকে কি ভাবে পাবে ? তুমি কবি ?
স্বপ্ন অলীক মেঘশ্রাবণে ? না মাটি বা ভস্মে ?
অবশেষে জীবন্ত মাটিতে ।
আত্মা কি চলে যায় সিজ্জিইন বা ইল্লিইনে ?
অবকাশ শেষে এর মর্মাথ অনুধাবন করা যায় না
“সে” যা জানে তুমি তা জান না ।
জীবন কি বলে ? তপ্ত রৌদ্রে ?
শ্বাসের খুশবুতে কি আনন্দ পাও জীবন চলার পথে ?
চির বসন্ত কি ? আহ্বান করেনি চিরন্তন কোন শুভ পথের ।
নদের ধারে কেমন দাহন, মধুর বাতায়নে ?
আলো নদের কাছে ক্ষমা প্রাথনা করেনি কভু ।
ওহে; দীনকায় রুদ্র তবে কেন নদের ধারে যাও ?
কি মোহমায়া এঁকে দিল “সে” তোমার দুচোখে ?
জীবনের নাব্যতা বিস্মৃতির পাতাহীন কোন গাছ নয়
বিবর্ণ বিরহ থেকে বৈরি ঝড়, বালুচর, আলাদা করা দায়
জীবন তপ্ত রৌদ্রে রৌদ্র কমলের ছায়া,
ওহে কবিবর, কি? দহনের দ্রোহে কাঁদিয়া উঠিল চিত্তদলের মায়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২০/০৬/২০১৮ওহ! দারণ ....................
-
শ.ম. শহীদ ২০/০৬/২০১৮অনুভবের সুন্দর প্রকাশ।
শুভেচ্ছা জানাই কবিকে। -
সাইদ খোকন নাজিরী ২০/০৬/২০১৮অনেক ভাল লাগল।
-
Shafi md Omar Faruq ২০/০৬/২০১৮সুন্দ র