www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গ্রহ্নিত কাব্যের কোলাহলে

গ্রন্থিত কাব্যের কোলাহল তাং ১৮/১০/২০১৭
শফি মোঃ ওমর ফারুক
হে, বাংলা; রূপসী রাজ কন্যা, চিত্তে তোমার কেন এতো উব্দেল প্রেমের বন্যা !
বৃষ্টির বন্দনায় যতো চৈতালি নেশা, আবহমান বাংলার প্রকৃতির হাসিতে ততো হিল্লোল দোলা
শব্দহীন শব্দে বাজে ফুল তরঙ্গের উত্তাপি সৌরব, গৌরব ।
প্রস্ফুটিত শত অগ্নি কুসুম, রৌদ্র কমল, নিরন্তর নিপুণ প্রণয় গড়ে জলজ মাঠে শাপলা শালূক
অনুভুতির পূর্ণতায়, জলের আড়াল থেকে ভেসে উঠে, কাশবন, সাদা বক, সারস পাখি, তরল মুগ্ধতায় জুড়ে যায় আখি
নিষিদ্ধ জীবন স্রোতে ভাসতে নয়, গ্রন্থিত কাব্যের কোলাহল ছেড়ে; ছুটে এলাম শব্দহীন শিমূল, পারুল বাংলায় ।।

ও, হেমলতা,-- এ কোন মোহনীয় শিহরণ, স্পর্শহীন গোলাপের সৌন্দর্যে ক্লান্তিহীন উষ্ণতা, মুগ্ধতা
প্রতি সকালের ওষ্ঠে হেসে উঠে এক টুকরো রৌদ্রুর, রৌদ্রুরের দেহে আনন্দ, আনন্দের উচ্ছলতায় মুগ্ধ সৌন্দর্য
পত্র- পল্লবে; সে কি ? আলোর উৎসব, এ যেন এক ঐশ্বরিক বন্দনা ।
বিবর্ণ শীতে নয়, বৃষ্টি মুষল বর্ষায়, রসিক চোখে সুজন হাসে, নির্যাসে নিসর্গ সংগীতে
ও, চাঁদ সুন্দর; এ কি ? পূর্ণতায় গড়লে নিবিড় সুবাস, স্বপ্নের লাল সেতুতে সে কি বৃষ্টি বিলাস, ছন্দের তালে নৃত্যের উল্লাস
সাধিকা সংগীতের মুগ্ধতায় নয়, পলি, কাঁকর, প্রবাল, বৃক্ষের দৃশ্যত স্থবির জীবনে বসন্ত এসে চুমু খায়

উষ্ণ অনুরাগে, কংস পাড়ে; বর্ষা এলে, ডুব দিতে ইচ্ছে জাগে স্মৃতিতে, শরত এলে শিউলির গন্ধ সুধা শুকতে
জলের ক্রন্দন নয় স্বপ্নের জাগরণ, একখণ্ড রুপ কথার কৃষ্ণকলি, অদ্ভুদ স্বপ্নের ভেতর জাগো তুমি বাংলা আত্নার অতলে
মাটির গন্ধ বিভাজনে নয়, স্বপ্নের অলিন্দে; লাবন্যে, জোছনার উল্ল্যাসে প্রেমের জলপ্রপাত, ভাঙ্গে গড়ে বৃষ্টি রিমঝিম উত্তাল স্রোত ।
শেকড়ে, সমূলে ক্রমাগত শ্রাবন্তির উত্তাল চেতনা, সুজলা-সুফলা, মন নাচে উতলা, মাটির ঔরসে গড়ল প্রকৃতির পাঠশালা
দুর্গ, ---- এ এক অন্য মানুষ, বাউল কণ্ঠে সুরের হিরক খণ্ড,
বসন্ত উৎসবে, পদ্মাসনে নানা মুল্যে কেনা আমার মুগ্ধতা আত্নার দ্যুতি খানি ।
কোকিল কণ্ঠে উব্দেল হৃদয় খানি, স্বপ্নের অস্থিত্বে কাব্যিক্তার ঝড়, প্লাবন সুখে উদ্ভাসিত মাটির ভাস্কর্য
তুমি, পাণ্ডুলিপি নাও হাতে; আমি আলো ছড়াব, বাংলার আলোর তীব্রতায় তাড়িত করে, দেখাব তোমায় এক বিরল জীবন,
বসন্ত মৌনতার সঙ্গম শেষে, বাংলার রুপে আমি এ কি ? এক বিস্ময়কর রুপ দেখতে পেলাম, এ কি তার উচ্চকিত প্লাবন সুখ ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast