স্বপ্ন
স্বপ্ন,
সেই সব প্রতিটা স্বপ্ন
যেসব স্বপ্নগুলো এক একটা জীবনের মতো দামি
সেইসব স্বপ্নদের বাঁচাতে
কতবার কত কোটি নরকের দরজা খুলেছি আমি,
কতবার মাথা নিচু করে পরাজয় স্বীকার করেছি ,
তবু কেন ?
কেন অজানা কেউ গলা টিপে খুন আমার স্বপ্নদের ?
আমি জানি....
স্বপ্নের লাশ পিঠে নিয়ে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়েগেছি
আশা এটুকুই
যদি ব্যবহারযোগ্য কিছু ভালোবাসা পাওয়া যায়
অবশিষ্ট কিছু জীবিত স্বপ্নের বিনিময়ে...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ০৯/১২/২০১৪স্বপ্নে লাশ পিঠে জীবিত স্বপ্নের প্রতীক্ষা ! বাহ্ !
-
এম এ সবুর ০৯/১২/২০১৪ভালো লাগলো কবি।
-
অনিরুদ্ধ বুলবুল ০৯/১২/২০১৪অনন্ত স্বপ্নের চাষাবাদ অব্যাহত থাকুক।
অভিনন্দন কবিকে - -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১২/২০১৪হমম আমার স্বাধীন লেখা চমৎকার লাগলো।
-
আবিদ আল আহসান ০৮/১২/২০১৪খুব সুন্দর কবিতা
-
অ ০৮/১২/২০১৪ভালো লাগল ।