বিবেচনা
তোমার ব্যস্ততার ভিতর অবসর হ'য়ে ঢুকে পড়তে চাই
পারি না।
দরোজা আছে,
ভিতর থেকে লক,
আমারও চাবি নাই।
অফিসে অনেক কাজ? তুমি কি ফিরবে, বিবেচনা?
মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে চারা
আঙুলের স্পর্শে যেন মাথা তোলে পুরুষের শিশু
এই বর্ষায়—
তুমিও মেঘের মতো ব্যস্ত হ'য়ে ঝ'রে ঝ'রে গেলে!
নাকি অন্যকিছু?
আমারও চাকরি দেখো হ'য়ে যাবে রেলে।
টিকিট চেকার হ'য়ে ভিড় ঠেলে ঠেলে
আমিও এগিয়ে যাবো, রেলগাড়ি সে-ও আরও দ্রুত;
এগোবে, এগোবো।
মানুষের গাদাগাদি
গালাগালি
ঘাম
আহা কী আরাম! ইঞ্জিনের মতো যন্ত্রণা।
তুমি কি ফিরবে?
আমি বগিতে বগিতে গিয়ে তোমাকে খুঁজবো, বিবেচনা।
মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে তারা
সন্ধ্যার আকাশ জুড়ে এই বিষণ্ণ গভীর অমাবস্যায়—
দুধেল স্তনের মতো ভারী হ'য়ে ঝুলে আছে মেঘ,
যদিও,
তবু তারা দেখা যায়!
টর্চের তীব্র আলোতে—অসংখ্য উইপোকা তারা হ'য়ে গেছে।
ঝনঝনা ঝন;
ছেড়ে যাওয়া ট্রেন দ্যাখো আবার ফিরেছে।
তুমিও চারার মতো
তুমিও উইয়ের মতো
মাটি ফুঁড়ে বেরুতে পারো না?
তুমি কি ফিরবে?
আমি তোমার কবরে এসে ঘুমিয়ে পড়েছি, বিবেচনা।
পারি না।
দরোজা আছে,
ভিতর থেকে লক,
আমারও চাবি নাই।
অফিসে অনেক কাজ? তুমি কি ফিরবে, বিবেচনা?
মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে চারা
আঙুলের স্পর্শে যেন মাথা তোলে পুরুষের শিশু
এই বর্ষায়—
তুমিও মেঘের মতো ব্যস্ত হ'য়ে ঝ'রে ঝ'রে গেলে!
নাকি অন্যকিছু?
আমারও চাকরি দেখো হ'য়ে যাবে রেলে।
টিকিট চেকার হ'য়ে ভিড় ঠেলে ঠেলে
আমিও এগিয়ে যাবো, রেলগাড়ি সে-ও আরও দ্রুত;
এগোবে, এগোবো।
মানুষের গাদাগাদি
গালাগালি
ঘাম
আহা কী আরাম! ইঞ্জিনের মতো যন্ত্রণা।
তুমি কি ফিরবে?
আমি বগিতে বগিতে গিয়ে তোমাকে খুঁজবো, বিবেচনা।
মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে তারা
সন্ধ্যার আকাশ জুড়ে এই বিষণ্ণ গভীর অমাবস্যায়—
দুধেল স্তনের মতো ভারী হ'য়ে ঝুলে আছে মেঘ,
যদিও,
তবু তারা দেখা যায়!
টর্চের তীব্র আলোতে—অসংখ্য উইপোকা তারা হ'য়ে গেছে।
ঝনঝনা ঝন;
ছেড়ে যাওয়া ট্রেন দ্যাখো আবার ফিরেছে।
তুমিও চারার মতো
তুমিও উইয়ের মতো
মাটি ফুঁড়ে বেরুতে পারো না?
তুমি কি ফিরবে?
আমি তোমার কবরে এসে ঘুমিয়ে পড়েছি, বিবেচনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১২/০৭/২০২০মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ১২/০৭/২০২০Good post.