বন্ধু তুমি সাবধান
ব্যথিত হৃদয়ের দীর্ঘ শ্বাস
থেকে সাবধান হয়ে থাক।
পরিনাম তব জ্বালাইয়া দিবে
কিছু বাকি রবে নাকো।
কারো মনে কভু ব্যথা নাহি দিবে
হুস আছে যতক্ষন।
একটি দীর্ঘ শ্বাস তাই
জ্বালাতে পারে ভুবন।
থেকে সাবধান হয়ে থাক।
পরিনাম তব জ্বালাইয়া দিবে
কিছু বাকি রবে নাকো।
কারো মনে কভু ব্যথা নাহি দিবে
হুস আছে যতক্ষন।
একটি দীর্ঘ শ্বাস তাই
জ্বালাতে পারে ভুবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ০৯/১১/২০১৫পড়ে একটা অন্যরকম অনুভূতি হলো।
-
মোবারক হোসেন ৩০/১০/২০১৫ভাল লাগলো পড়ে। ধন্যবাদ।
-
নির্ঝর ৩০/১০/২০১৫এমন কেন হল
-
নির্ঝর ২৬/১০/২০১৫ভালো লাগলো
-
দেবব্রত সান্যাল ১৭/১০/২০১৫বানান শুদ্ধ করুন ভাই। কি লিখতে চেয়েছেন , ব্যতীত না ব্যথিত ? গুরু চন্ডালী দোষ আছে। কিছু হয় নি।