শচীন কর্মকার
শচীন কর্মকার-এর ব্লগ
ক্রমানুসার:
-
রোদ ঝলমলে পলাশের বিকেল,
জমতে থাকে ঘন ক্লান্তের ভিড়,
পাতায় পাতায় ছড়িয়েছে নানা রঙা আবির।
জলা জঙ্গল ঘিরে কাক আর সারসের [বিস্তারিত] -
আবিল হৃদয়ে তাহারে যদি রাখি দূরে দূরে,
না ডাকিলেও আসে যেন বারে বারে ফিরে।
নিশুতি রাতে জীবন্ত হাওয়াতে যেন সুখ বয়,
অশ্রু ভরা বরন রোদে মোর হিয়া নাহি সয়। [বিস্তারিত] -
হে চির তৃষ্ণা,
সম্বল অন্তর দ্বার, ছুঁইলে অন্তর যার।
কাহারে রাখিলে যৌবন পাহারাদার?
নাভির শেকল ছিঁড়িলে আজ। [বিস্তারিত]