বন্দী পাঁজর খুলে ফেলো
হুইসেলের শব্দে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়
কাজ করেনা শেকলবাঁধা ব্রেন,
আমার পাঁজরের রেললাইন দিয়ে যায়
মধ্যরাতের ট্রেন।
একটানা ঝন ঝনা ঝনঝন শব্দ
আমার শেওলাপড়া কান বেয়ে যায় ঢুকে
গভীর থেকে গভীরে বয়ে চলে কিছু শাশ্বত
অমোঘ শব্দ ।
শেকলবাঁধা মগজের
কাছে ফিসফিসিয়ে বলে
অনেক হয়েছে এবার উঠো শরীরের
ইজারা বাতিল করে শেকল ভাঙো ।
শেকলের শব্দে ঘুম ভাঙে
আবার শেকলের শব্দেই ঘুম
তবু মধ্যরাতের ট্রেন চলেছে ঝুম
ঝুমা ঝুমঝুম।
কাজ করেনা শেকলবাঁধা ব্রেন,
আমার পাঁজরের রেললাইন দিয়ে যায়
মধ্যরাতের ট্রেন।
একটানা ঝন ঝনা ঝনঝন শব্দ
আমার শেওলাপড়া কান বেয়ে যায় ঢুকে
গভীর থেকে গভীরে বয়ে চলে কিছু শাশ্বত
অমোঘ শব্দ ।
শেকলবাঁধা মগজের
কাছে ফিসফিসিয়ে বলে
অনেক হয়েছে এবার উঠো শরীরের
ইজারা বাতিল করে শেকল ভাঙো ।
শেকলের শব্দে ঘুম ভাঙে
আবার শেকলের শব্দেই ঘুম
তবু মধ্যরাতের ট্রেন চলেছে ঝুম
ঝুমা ঝুমঝুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪আসরে প্রথম লেখা সু-স্বাগতম আপনাকে। প্রথম লেখাই বাজিমাত। ভালো লাগলো চালিয়ে যান...........
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ১৮/১১/২০১৪অনবদ্য লেখনী
-
শিমুল শুভ্র ২৯/১০/২০১৪খুব সুন্দর