www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্মৃতির পাতা থেকে…


জীবনের নিঃসঙ্গ বন্ধুর পথ চলতে চলতে
আকস্মিক তার সাথে দেখা।
অজানা, অচেনা
তবু যেন কত পরিচিত,
যুগ জন্মান্তরের চেনা।
ভাবি এই বুঝি আমার ঠিকানা,
এখানেই বুঝি পথচলা শেষ।
এখানেই বুঝি ভালবাসার ছায়ায় বিশ্রাম
অবিরাম বিশ্রাম।

কিন্তু সব ভাবনা কি সত্যি হয়,
একদিন কাছে এসে ও কাছের মানুষ হারিয়ে যায়।
আবার এই আমি সেই আমি হয়ে যাই।
অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।
লক্ষ্যবিহীন শুরু হয় আবার পথচলা।

যে যায় সেকি ফিরে আসে।
আসে না।
আসবে না একম ও তো বলা যায় না।
আসতে ও তো পারে।
এটি যুক্তির কথা।
বাস্তবতা এই–
তার সন্ধান আর মেলেনি।
ফিরে আসবে একথা ভেবে কল্পনায় সুখ
পাওয়া ও যেতে পারে।
বাস্তবে নয়।

তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি
সে আর ফিরবে না…
অনন্তকাল প্রতীক্ষার নামই বুঝি ভালবাসা ।।

visit: http://www.prothom-aloblog.com/blog/sfk808
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নীলেশ ০৭/০৬/২০১৪
    সুন্দর লিখেছেন
  • এস,বি, (পিটুল) ০৫/০৬/২০১৪
    আমি আর কি বলবো এক কথায় সুন্দর,
    আমার পাতায় আমন্ত্রন রইলো।
  • কবি মোঃ ইকবাল ০৫/০৬/২০১৪
    দারুন! খুব ভালো লাগলো কবিবন্ধু আপনার কাব্যখানা। এত বাস্তবতায় ভরা কবিতা খুবই নগণ্য। ভালো থাকবেন নিরবধি।
  • রুমা চৌধুরী ০৫/০৬/২০১৪
    বাহ, ভাল লাগল, খুব সুন্দর কবিতা। কবিতা যেখানে বাস্তবের সাথে মেলে সেখানে তার রূপ অন্য ধারায় বয়ে যায়।
    শুভেচ্ছা রইল।
 
Quantcast