“স্মৃতি তুমি বেদনা…
পুরনো শহর মানে-স্মৃতির শহর,
বহুদিন পর সেই পুরনো স্মৃতির শহরে ফেরা মানে-
স্মৃতির আয়নায় নিজেকে মুখোমুখি দাড় করানো….
কত স্মৃতি,কত মুখ
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী, জোছনা-মাখা রাত…
ফেলে আসা ক্ষণগুলো মুহুর্তে হৃদয়ে ভীড় করে।
আর সেই সব সকাল-দুপুর-সন্ধ্যা-নিশার পটভূমিতে
কোন কোন মুখ আবার অবিকল মনে জাগে,
হৃদয়ের অতলান্তে ঝড় তুলে….
তেমনি একটি মুখ সুলতা!
বহুদিন আগের এই শহরে একটি মানবীর মায়াবী মুখ-
যে মুখ স্বপ্ন দেখাতো বেচে থাকার,
পথচলায় যোগাতো প্রেরণা–
স্মৃতির শহরে ফিরে এলে তাকে তো মনে পড়বেই,
তাকেই আরো বেশী মনে পড়বে-
মনে পড়াটাই স্বাভাবিক ও মানবিক।
যদিও দীর্ঘ দিনে দৃশ্যপট,
চেনা পথ-ঘাট সবই পাল্টে গেছে,
তবু মনের গভীরে লুকিয়ে থাকা
অতৃপ্ত প্রেম আবার জেগে উঠবেই,
তৃষিত নয়ন মনে মনে খুজবে সেই চেনা মুখ ;
ফিরে চাইলেই কি সবই ফিরে পাওয়া যায়,
যায়না।
তেমনি সুলতা নামের কেউ একজন
একদিন এ হৃদয়ে সুখ সুখ বেদনার অনুভব জাগিয়েছিল
তাকে ও আর খুজে পাওয়া যায়নি,
হয়তো যাবে ও না কোনদিন।
সুলতা’রা বুঝি এমনি করেই জীবনে আসে
স্বপ্ন দেখিয়ে এক সময় স্বপ্ন ভেঙে দিয়ে চলে যায়,
আর সেখান থেকেই শুরু হয়
তরুণ কবির হৃদয়ে গোপন রক্তক্ষরণ….
উজ্জ্বল পংক্তিমালার নীচে চাপা পড়ে থাকে
মর্মভেদী সহস্র সহস্র হৃদয় বিদারক দীর্ঘশ্বাস ॥
[কবি শফিকুল ইসলামের "শ্রাবণ দিনের কাব্য" গ্রন্থ থেকে উদ্ধৃত]
গ্রন্থের নাম-”শ্রাবণ দিনের কাব্য” লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ-শিবু কুমার শীল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ১৮/০৭/২০১৪ভাল
-
রফছান খাঁন ১৭/০৭/২০১৪প্রকাশ করার ভঙ্গিমা সুন্দর !
-
মঞ্জুর হোসেন মৃদুল ১১/০৭/২০১৪বাহ ভাল লাগল।
-
আবু সঈদ আহমেদ ০৮/০৭/২০১৪প্রথম শফীকুল ইসলামের নাম শুনলাম। ভালো লাগল।
-
সালু আলমগীর ০৮/০৭/২০১৪সময়ের ক্যানভাসে আঁকা অতীতের চমৎকার ছবি।
-
এইচ রহমান ০৬/০৭/২০১৪ভাল...
-
দেবকুমার দাস ০২/০৭/২০১৪নস্টালজিক
-
রামবল্লভ দাস ০১/০৭/২০১৪নাড়া দিল আমার মনের আনাচ-কানাচ...
-
বিপ্লব সিংহ ২৯/০৬/২০১৪লেখাটি আমারা অসাধারণ লাগলো। চমত্কার এবং বেদনাদায়ক।
-
নূরুজ্জামান নাঈম ২৪/০৬/২০১৪শফিকুল ইসলাম এর 'স্মৃতি তুমি বেদনা' অংশটি তুলে ধরে আমাদের মধ্যে স্মৃতির জোয়ার সৃষ্টি করার জন্য ধন্যবাদ।
-
সহিদুল হক ২৪/০৬/২০১৪সুন্দর প্রকাশ!
-
দীপঙ্কর বেরা ২৩/০৬/২০১৪সুন্দর । খুব সুন্দর ।
-
মুনিরুল্লাহ রাইয়ান ১৯/০৬/২০১৪হুম লিখে যাও কবি
-
Mahfuza Sultana ১৭/০৬/২০১৪ভাল লাগলো ।
-
সৈয়দ মোঃ আল মামুন ১৫/০৬/২০১৪bah , sotti sundor
-
জসীম উদ্দীন মুহম্মদ ১১/০৬/২০১৪অসাধারন মানের একটি কবিতা ---- !
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৬/২০১৪ভালো লাগলো
......
শুভ রাত....... -
মোঃওবায় দুল হক ০৬/০৬/২০১৪খুব ভালললাগ ল!
-
জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪বিমোহীত হলাম
-
ফাহিম মাহমুদ ০২/০৬/২০১৪বেশ ভাল লাগলো
-
আব্দুল বাসিত জাহেদ ০২/০৬/২০১৪darun ekta kobita porlam
-
শিমুল শুভ্র ০১/০৬/২০১৪বেশ চমতকার একটি কবিতা যেন সকাল টা ভালো ভাবে কাটলো ।
-
জাজাফী ৩১/০৫/২০১৪মানুষ স্মৃতি নিয়েইতো বেচে থাকে।
-
রনি হক ৩০/০৫/২০১৪অমায়িক ... আমন্ত্রন রইলো ...
-
রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪খুব ভাল লাগল পড়ে। শুভেচ্ছা রইল।
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪অনেক শুভেচ্ছা গ্রহণ করুন
-
কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪অনবদ্য একটি চমৎকার কবিতা পড়লাম।