নিজ দেশ আজ ছারখার
নিজ দেশ আজ ছারখার
জ্বলে পুড়ে যাচ্ছে সব
হায়েনারা সব হাসছে,
মজলুমের আর্তনাদে আজ
আকাশ বাতাস কাঁদছে ।
কেউ লুটপাট করছে
কেউ করছে ধর্ষণ ,
কোন বিচার নেই
পাড়ি দিচ্ছি অসহ্য দিন।
নিজ দেশ আজ ছারখার
কারো নেই বিকার,
খাওয়া আর যৌনতা
এই নিয়েই দিন পার।
জ্বলে পুড়ে যাচ্ছে সব
হায়েনারা সব হাসছে,
মজলুমের আর্তনাদে আজ
আকাশ বাতাস কাঁদছে ।
কেউ লুটপাট করছে
কেউ করছে ধর্ষণ ,
কোন বিচার নেই
পাড়ি দিচ্ছি অসহ্য দিন।
নিজ দেশ আজ ছারখার
কারো নেই বিকার,
খাওয়া আর যৌনতা
এই নিয়েই দিন পার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল বালক ১৪/০৬/২০১৭খুবই ভাল
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭বাস্তব উপলব্ধিতে লেখাটি হৃদয় স্পর্শ করে গেলো।অনেক অনেক শুভ কামনা রইল প্রিয়।
-
মোঃ মুসা খান ২৯/০৫/২০১৭Sotik
-
আলম সারওয়ার ২৯/০৫/২০১৭বাস্তব। অনেক শুভেচ্ছা কবি
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৫/২০১৭বা! সুন্দর। শুভেচ্ছা নেবেন কবি।
-
Tanju H ২৮/০৫/২০১৭বাস্তব চিত্র ফুটে উঠল,,,অসাধারন,,,শুভেচ্ছা রইল।।