চিঠি
ধবল সাদা একটি কাগজে,
ফাউন্টেন কলমের ঝর্ণাধারায়,
হাজারো বানান ভূলকে সাক্ষী করে
চিঠি লিখলাম তোমার কাছে।
এ শুধু একটি চিঠি নয়,
কোনো চিরকুটও ভেবো না একে,
এ যে তোমার আমার প্রেমের সনদপত্র।
একটু নিরালায়, একটু নিভৃতে
আচল খুলে পড়ে দেখো চিঠিখানা।
দেখবে তাতে বলছি আমি,
বানান ভূলের মধ্যি থেকে,
সময় পেলে চিঠি লিখো,
ভালোবেসে চিঠি লিখো।
ফাউন্টেন কলমের ঝর্ণাধারায়,
হাজারো বানান ভূলকে সাক্ষী করে
চিঠি লিখলাম তোমার কাছে।
এ শুধু একটি চিঠি নয়,
কোনো চিরকুটও ভেবো না একে,
এ যে তোমার আমার প্রেমের সনদপত্র।
একটু নিরালায়, একটু নিভৃতে
আচল খুলে পড়ে দেখো চিঠিখানা।
দেখবে তাতে বলছি আমি,
বানান ভূলের মধ্যি থেকে,
সময় পেলে চিঠি লিখো,
ভালোবেসে চিঠি লিখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০২/০২/২০১৮চিঠির অপূর্ণতা রয়েই গেল প্রিয় কবি।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৪/১২/২০১৭অপূর্ব অনুভূতি...পড়ে ভালো লাগল প্রিয়!
-
মধু মঙ্গল সিনহা ২৪/১২/২০১৭সুন্দর প্রকাশ।
-
আলম সারওয়ার ২৩/১২/২০১৭অসাধারণ লেখালেখির জন্য শুভেচ্ছা থাকল
-
রেজাউল আবেদীন ২৩/১২/২০১৭বেশ লেগেছে, Fআউন্টেন কলমের লিখা বলা কথা!
-
একনিষ্ঠ অনুগত ২২/১২/২০১৭ই-চিঠি
-
আলম সারওয়ার ২২/১২/২০১৭অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ২১/১২/২০১৭আচ্ছা।
-
কামরুজ্জামান সাদ ২১/১২/২০১৭সুন্দর