আপন
# 'আপন' #
(কবিতা)
খুঁজে ফিরি আমার আপন জন...
আনাচ-কানাচ ধরে সারাটা জীবন !!
জানি, সংসারে ততদিনই সবাই আপন
যতদিন থাকবে দেহে শক্তি ও কিছু ধন।
মনে-প্রাণে মানি, মহাপুরুষের বাণী...
জীবন-যাত্রা পথে একলা সব প্রাণী,
কেউ নয় নিজের, নয় একান্ত আপন !!
তবুও........
আশ্চর্য করা ব্যতিক্রমী আছে কিছু প্রাণ
নিজেকে বিপন্ন করে বাঁচায় অপর জীবন !!
দেশ ও আপন মায়ের বিভেদ জানেনা
দেশপ্রেমে, অন্যায়ের সথে আপোষ করে না।
তরুণ প্রজন্মে এখনো জন্মায় নামে 'অভিনন্দন'
বিশ্বদরবারে করেছে দেশের বুক টান-টান !!
এরাইতো আমাদের সব, আশ্চর্য-আপন !!
**********************************
**********************************
'অভিনন্দন'~~
২০১৯ সালের প্রথম দিকে ইন্ডিয়ান
এয়ারফোর্সের উইং-কমান্ডার
'অভিনন্দন' কাউন্টার অ্যাটাকে অসীম
সাহসিকতায় পাকিস্তানের আধুনিক
'এফ-১৬' যুদ্ধ বিমান ধ্বংস করেন।
বর্ডার ক্রস করে তার প্লেন পাকিস্তানে
ঢুকে পরে ও অ্যারেস্ট হন শত্রুর হাতে।
বন্দী অবস্থায় শত্রু পক্ষের প্রচন্ড চাপেও
ভারতের কোন সামরিক গোপন তথ্য
ফাঁস না করে দেশপ্রেমের এক উজ্জ্বল
দৃষ্টান্ত স্থাপন করেন। পরে নিরাপদে
যুদ্ধ-বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে দেশে
ফিরে আসেন।
**********************************
সুব্রত ভৌমিক ২৩/৫/২০১৯ কোল-৭৫
**********************************
(কবিতা)
খুঁজে ফিরি আমার আপন জন...
আনাচ-কানাচ ধরে সারাটা জীবন !!
জানি, সংসারে ততদিনই সবাই আপন
যতদিন থাকবে দেহে শক্তি ও কিছু ধন।
মনে-প্রাণে মানি, মহাপুরুষের বাণী...
জীবন-যাত্রা পথে একলা সব প্রাণী,
কেউ নয় নিজের, নয় একান্ত আপন !!
তবুও........
আশ্চর্য করা ব্যতিক্রমী আছে কিছু প্রাণ
নিজেকে বিপন্ন করে বাঁচায় অপর জীবন !!
দেশ ও আপন মায়ের বিভেদ জানেনা
দেশপ্রেমে, অন্যায়ের সথে আপোষ করে না।
তরুণ প্রজন্মে এখনো জন্মায় নামে 'অভিনন্দন'
বিশ্বদরবারে করেছে দেশের বুক টান-টান !!
এরাইতো আমাদের সব, আশ্চর্য-আপন !!
**********************************
**********************************
'অভিনন্দন'~~
২০১৯ সালের প্রথম দিকে ইন্ডিয়ান
এয়ারফোর্সের উইং-কমান্ডার
'অভিনন্দন' কাউন্টার অ্যাটাকে অসীম
সাহসিকতায় পাকিস্তানের আধুনিক
'এফ-১৬' যুদ্ধ বিমান ধ্বংস করেন।
বর্ডার ক্রস করে তার প্লেন পাকিস্তানে
ঢুকে পরে ও অ্যারেস্ট হন শত্রুর হাতে।
বন্দী অবস্থায় শত্রু পক্ষের প্রচন্ড চাপেও
ভারতের কোন সামরিক গোপন তথ্য
ফাঁস না করে দেশপ্রেমের এক উজ্জ্বল
দৃষ্টান্ত স্থাপন করেন। পরে নিরাপদে
যুদ্ধ-বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে দেশে
ফিরে আসেন।
**********************************
সুব্রত ভৌমিক ২৩/৫/২০১৯ কোল-৭৫
**********************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৭/১০/২০২১ভালোই লিখেছেন
-
স্বপন গায়েন ২৫/১০/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ২৪/১০/২০২১চমৎকার প্রকাশ,
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০২১ভাল।
-
অভিজিৎ হালদার ২৪/১০/২০২১ভালো ভাবনা