কালের-কদর
# 'কালের-কদর' #
(কবিতা)
"লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে"...
এই ছড়া সবাই পড়ে ছোট্ট থাকে
অর্থ, সব ছাত্রই বোঝে হাড়েহাড়ে
তবে...ভালো-রা বোঝে পরীক্ষার আগে
আর খারাপ-রা বোঝে, পরীক্ষার পরে !!
প্রতিদিনের আয়ে, যার চলে সংসার
সেই শুধু বোঝে প্রতিদিনের কদর,
যখন হয়না হাজিরা, পায়না টাকা
জোটেনা দানা !! জলে ভর্তি করে উদর !
প্রিয়জনের প্রতিক্ষায় বোঝা যায়--
ঘন্টা কত বড় !
একঘন্টা দেরীতে এলে, বিদ্ধস্ত হয় প্রাণ !!
বহুক্ষণ লেগে যায় পরে...হতে সড়গড়।
সামান্য দেরীতে স্টেশনে যে পৌঁছায়
সেই বোঝে মিনিটের মূল্য কতখানি !
তার আর ওঠা হলনা ট্রেনে...
সময়ে ছেড়েছে গাড়ি, এক মিনিট আগে !!
মাশুল দিতে হবে এরপরে, গুনে গুনে।
যে পায়নি সোনা অলিম্পিকের দৌড়ে--
সেকেন্ডের ভগ্নাংশের বেশি সময় নিয়ে,
সেই বোঝে সেকেন্ডের মূল্য কতখানি !!
আজীবন, আক্ষেপ বয়ে বয়ে বেড়াবে।
সময় অমূল্য...
হরদম্, হরদম্ তার কদর করা চাই
যেমন...থাকতেই আদর পায় দাঁত,
সময়ই গড়ে সবার উজ্জ্বল ভবিষ্যত্
অন্যথা হলে ! ! জীবন হবে বরবাদ্।
********************************
সুব্রত ভৌমিক ২১১০২০২১ কোল-৭৫ **********************************
(কবিতা)
"লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে"...
এই ছড়া সবাই পড়ে ছোট্ট থাকে
অর্থ, সব ছাত্রই বোঝে হাড়েহাড়ে
তবে...ভালো-রা বোঝে পরীক্ষার আগে
আর খারাপ-রা বোঝে, পরীক্ষার পরে !!
প্রতিদিনের আয়ে, যার চলে সংসার
সেই শুধু বোঝে প্রতিদিনের কদর,
যখন হয়না হাজিরা, পায়না টাকা
জোটেনা দানা !! জলে ভর্তি করে উদর !
প্রিয়জনের প্রতিক্ষায় বোঝা যায়--
ঘন্টা কত বড় !
একঘন্টা দেরীতে এলে, বিদ্ধস্ত হয় প্রাণ !!
বহুক্ষণ লেগে যায় পরে...হতে সড়গড়।
সামান্য দেরীতে স্টেশনে যে পৌঁছায়
সেই বোঝে মিনিটের মূল্য কতখানি !
তার আর ওঠা হলনা ট্রেনে...
সময়ে ছেড়েছে গাড়ি, এক মিনিট আগে !!
মাশুল দিতে হবে এরপরে, গুনে গুনে।
যে পায়নি সোনা অলিম্পিকের দৌড়ে--
সেকেন্ডের ভগ্নাংশের বেশি সময় নিয়ে,
সেই বোঝে সেকেন্ডের মূল্য কতখানি !!
আজীবন, আক্ষেপ বয়ে বয়ে বেড়াবে।
সময় অমূল্য...
হরদম্, হরদম্ তার কদর করা চাই
যেমন...থাকতেই আদর পায় দাঁত,
সময়ই গড়ে সবার উজ্জ্বল ভবিষ্যত্
অন্যথা হলে ! ! জীবন হবে বরবাদ্।
********************************
সুব্রত ভৌমিক ২১১০২০২১ কোল-৭৫ **********************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ২৪/১০/২০২১ভালো লাগলো শুভকামনা রইল
-
শ.ম. শহীদ ২২/১০/২০২১ভালো লাগলো।
কবির জন্য শুভেচ্ছা ও শুভ কামনা। -
বোরহানুল ইসলাম লিটন ২২/১০/২০২১একদম!
অসামান্য উপলব্ধির উচ্চারণ। -
ফয়জুল মহী ২১/১০/২০২১সুন্দর লেখনী। একরাশ মুগ্ধতা
-
সাইয়িদ রফিকুল হক ২১/১০/২০২১লেখাপড়া ভালো হোক।
-
অভিজিৎ হালদার ২১/১০/২০২১ভালো