www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তেলিয়া-ভোলা

# 'তেলিয়া ভোলা' #
(কবিতা)
********************************
ভূমিকা:-
'তেলিয়া ভোলা' গভীর সমুদ্রের মহামূল্যবান এক মাছ যা খুব কম ধরা পড়ে জেলেদের জালে। অনেক মুল্যবান ঔষধ তৈরি হয় এই মাছ থেকে।
সংবাদ অনুযায়ী ২০২১ সালের জুলাই মাসে 'ইয়াস' সামুদ্রিক ঝড়ের সাথে প্রবল সমুদ্রের জলোচ্ছ্বাসে নদী হয়ে ভেসে এসে দেড়-মন ওজনের ঐ মাছ অতি গরিব এক আনাজ ব্যবসায়ীর ছোট মজা পুকুরে আটকে পড়ে তার হিঞ্জল গঞ্জের বাড়িতে যা পরে বিক্রি করে সে আড়াই লাখপতি​ হয়ে যায় রাতারাতি।
রাখে হরি মারে কে !!!!!!!
*******************************
'তোরা যে যা বলিস ভাই'...
মন-দেড়েক ওজনের 'তেলিয়া ভোলা' !!
আমার...অনেক অনেক চাই-ই-ই।

মোহনার-নদীতীরে বানাব কুটির
খুঁড়ব সেথা ডোবা, ভেবেছি মনে মনে
আসুক ভয়ানক 'ইয়াস' ঝড় ঘনঘন !!
আসুক সাথে সেই মাছ অসংখ্য--
ভেসে ভেসে নদী-সমুদ্রের মহাপ্লাবনে।

স্বপ্নে দেখি, সেই মাছ ঝাঁকে ঝাঁকে
ছুটছে সমুদ্রে এদিক-ওদিক পানে !!
যেন, চলমান বিপুল খাজানাখানা
ছুটে বেড়াচ্ছে়, নোনা জলে অযতনে।

হিঞ্জল গঞ্জের অতি গরীব এক চাষা
ভাগ্যগুণে পেয়েছে, ঐ বিশাল এক মাছ
তার বাড়ির মজে যাওয়া ছোট্ট ডোবায় !
বিক্রি করে পেয়েছে, আড়াই লাখ টাকা !!

হে সুবিপুল সমুদ্রের মহান্ দেবতা--
গড়ব তোমার নয়নাভিরাম পীঠস্থান,
কথা দিলাম....
হয় যদি, আমার আশার বাস্তবায়ন !!

হটাৎ মনে হোল !! বেকারদের এ এক
সল্প পুঁজিতে নূতন অর্থকরী দিশা !!
দেখতে পার তোমরা--
যাদের নেই, জোরালো আর্থিক ভরসা।

নেবেন না পাঠক এ লেখা 'সিরিয়াসলী',
এ আর কিছুই না, শুধুই এক ধামালী।
*******************************
সুব্রত ভৌমিক ২৪০৭২০২১ কোল-৭৫
*******************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার
  • বেশ
  • কে. পাল ১৯/১০/২০২১
    Bess valo
  • ফয়জুল মহী ১৮/১০/২০২১
    শব্দ বর্ণ ও চয়নে স্বকীয়তা আছে।
 
Quantcast