থিম্
# 'থিম্' #
(কবিতা)
********************************
ভূমিকা:
২০১৯ সালে দূর্গাপুজোর আশেপাশে
কবিতাটা লিখেছিলাম।
তখন 'থিম্' (Theme) পুজো কালচার
পৌঁছেছিল শিখরে।
পরের বছর গুলোতে অতিমারি
'করোনা'-র কারনে পুজোর জৌলুস
অনেক কমে যায় কিন্তু তবুও শেষ হয়ে
যায়নি, তবে অনেক কমেছে।
প্রকৃতি হয়তঃ চায় না পুজো-বিকৃতি।
**********************************
'মূলের-মূল্যবোধ' হারিয়েছি, প্রায় সবাই
পুজোতে চমকানো 'থিম্' কার না চাই ?
এ নিয়ে খাটা-খাটুনি করেন সবাই প্রচুর !
পুরস্কার পেলে ! করেন সব ভীষণ বড়াই।
সব পুজো হয় চিরাচরিত প্রথায়....
'থিম'-সর্বস্ব ছোট-বড় সব পুজো-আর্চায়
ছোট্ট অবয়বে, সাবেকী ঠাকুর স্থান পান
বেদীর নীচে, পাশে বা অন্য জায়গায়।
'থিম্' নিয়েই হিমশিম কর্মকর্তা সকলে
পুরস্কারের আশায় সব থাকেন পথচেয়ে,
মূল পুজো সামলান...সব এলেবেলে !!
হারিয়ে গেল !!
নির্মল পুজো-আনন্দে ভরা পুরোন দিন।
হলো...ঝলমলে সুতীব্র আলোর প্রবর্তন
এলো...'হাই-ওয়াটের' তান্ডব মিউজিক
সাথে কাঁপানো...উল্লাস-ঊল্লম্ফন-নর্তন !!
'থিম্'-খপ্পরে...চাঁদার জুলুম সাধ্যাতীত !!
'পুজোর-ছল'-এ এখন 'পূজা' ভুলে থাকা,
নড়ে গেছে, সরল-সুস্থ-সুন্দর জীবন-ভিত্।
প্রায় সবারই, চলনে-বলনে সাজ-সজ্জায়
শুধুই মেকী...অনুকরণের চেষ্টা আপ্রাণ !
কিন্তু...
অন্তরের অন্তঃস্থলে !! নীরবে কাঁদে প্রাণ।
**********************************
সুব্রত ভৌমিক ১৩-০৮-২০১৯ কোল-৭৫
**********************************
(কবিতা)
********************************
ভূমিকা:
২০১৯ সালে দূর্গাপুজোর আশেপাশে
কবিতাটা লিখেছিলাম।
তখন 'থিম্' (Theme) পুজো কালচার
পৌঁছেছিল শিখরে।
পরের বছর গুলোতে অতিমারি
'করোনা'-র কারনে পুজোর জৌলুস
অনেক কমে যায় কিন্তু তবুও শেষ হয়ে
যায়নি, তবে অনেক কমেছে।
প্রকৃতি হয়তঃ চায় না পুজো-বিকৃতি।
**********************************
'মূলের-মূল্যবোধ' হারিয়েছি, প্রায় সবাই
পুজোতে চমকানো 'থিম্' কার না চাই ?
এ নিয়ে খাটা-খাটুনি করেন সবাই প্রচুর !
পুরস্কার পেলে ! করেন সব ভীষণ বড়াই।
সব পুজো হয় চিরাচরিত প্রথায়....
'থিম'-সর্বস্ব ছোট-বড় সব পুজো-আর্চায়
ছোট্ট অবয়বে, সাবেকী ঠাকুর স্থান পান
বেদীর নীচে, পাশে বা অন্য জায়গায়।
'থিম্' নিয়েই হিমশিম কর্মকর্তা সকলে
পুরস্কারের আশায় সব থাকেন পথচেয়ে,
মূল পুজো সামলান...সব এলেবেলে !!
হারিয়ে গেল !!
নির্মল পুজো-আনন্দে ভরা পুরোন দিন।
হলো...ঝলমলে সুতীব্র আলোর প্রবর্তন
এলো...'হাই-ওয়াটের' তান্ডব মিউজিক
সাথে কাঁপানো...উল্লাস-ঊল্লম্ফন-নর্তন !!
'থিম্'-খপ্পরে...চাঁদার জুলুম সাধ্যাতীত !!
'পুজোর-ছল'-এ এখন 'পূজা' ভুলে থাকা,
নড়ে গেছে, সরল-সুস্থ-সুন্দর জীবন-ভিত্।
প্রায় সবারই, চলনে-বলনে সাজ-সজ্জায়
শুধুই মেকী...অনুকরণের চেষ্টা আপ্রাণ !
কিন্তু...
অন্তরের অন্তঃস্থলে !! নীরবে কাঁদে প্রাণ।
**********************************
সুব্রত ভৌমিক ১৩-০৮-২০১৯ কোল-৭৫
**********************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/১০/২০২১অনন্য
-
অভিজিৎ হালদার ১৫/১০/২০২১সুন্দর
-
কে. পাল ১৫/১০/২০২১Valo lekha
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/১০/২০২১শারদীয় শুভেচ্ছা কবি ভাই।
-
জসিম উদ্দিন জয় ১৫/১০/২০২১শুভেচ্ছা রইলো কবি