খেলাকরি
# 'খেলাকরি' #
(2021 সালে বিশ্বকবিতা দিবসে (21/3)
আমার শ্রদ্ধার্ঘ্য)
**********************************
কবিতা, আজ সারাটা দি-ই-ন...
তোমার সাথে খেলা করব প্রাণভরে।
কিন্তু কি খেলব ?
ফুটফুটে শিশু হলে, এসো আমার কোলে !
চল শুরু করি লেখা..."জলপড়ে পাতা নড়ে"।
কিন্তু...তুমি তো তা নও !!
উনবিংশ ও বিংশ শতাব্দীর মাঝামাঝি
ছিল তোমার ভরা যৌবন সমস্ত বিশ্বজুড়ে,
'রবি'-র কলমে বাংলায় ছিলে উর্বশী
বিশ্ব দিয়েছে তোমাকে 'নোবেল' স্বীকৃতি !
ছিলেন পৃথিবী জুড়ে--
কতশত স্বনামধন্য বরেণ্য সব কবি !!
কিন্তু...
গত কয়েক যুগ ধরে চলছে ভাঁটার টান !!
ছন্দহীনতায় ভুগছে হিংসায় উন্মত্ত পৃথিবী
তোমার অভাব অনুভূত হচ্ছে পদে পদে
তুমি দ্রুত ফিরে এসো !
ফিরে এসো...বিশাল প্রেমের জোয়ারে !!
খড়কুটোর মত ভেসে যাক্ সব --
হানাহানি-মারামারি-বিদ্বেষ...বিশ্বজুড়ে।
**********************************
সুব্রত ভৌমিক
(2021 সালে বিশ্বকবিতা দিবসে (21/3)
আমার শ্রদ্ধার্ঘ্য)
**********************************
কবিতা, আজ সারাটা দি-ই-ন...
তোমার সাথে খেলা করব প্রাণভরে।
কিন্তু কি খেলব ?
ফুটফুটে শিশু হলে, এসো আমার কোলে !
চল শুরু করি লেখা..."জলপড়ে পাতা নড়ে"।
কিন্তু...তুমি তো তা নও !!
উনবিংশ ও বিংশ শতাব্দীর মাঝামাঝি
ছিল তোমার ভরা যৌবন সমস্ত বিশ্বজুড়ে,
'রবি'-র কলমে বাংলায় ছিলে উর্বশী
বিশ্ব দিয়েছে তোমাকে 'নোবেল' স্বীকৃতি !
ছিলেন পৃথিবী জুড়ে--
কতশত স্বনামধন্য বরেণ্য সব কবি !!
কিন্তু...
গত কয়েক যুগ ধরে চলছে ভাঁটার টান !!
ছন্দহীনতায় ভুগছে হিংসায় উন্মত্ত পৃথিবী
তোমার অভাব অনুভূত হচ্ছে পদে পদে
তুমি দ্রুত ফিরে এসো !
ফিরে এসো...বিশাল প্রেমের জোয়ারে !!
খড়কুটোর মত ভেসে যাক্ সব --
হানাহানি-মারামারি-বিদ্বেষ...বিশ্বজুড়ে।
**********************************
সুব্রত ভৌমিক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/১০/২০২১
-
অভিজিৎ হালদার ০৯/১০/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৯/১০/২০২১বেশ ভাবনাময়
ভালো লাগলো।