www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আঁচল

'আঁচল'
(কবিতা)

"মা"-গো...
তুমি কেমন আছ পরলোকে--
আমাদের ছাড়া ?
তোমার "আঁচল" হারিয়ে--
আমরা যে আজ দিশেহারা !!

বৈঠা ছিল তোমার 'আঁচল'--
মোদের জীবন তরীতে,
জীবন যুদ্ধে যতটুক হয়েছি জয়ী
সবই-তো তোমার দয়াতে !!

জড়িয়ে আঁচল, জুড়িয়ে ছিলে--
সংসারের সব জ্বালা, বেদনা...
বুঝেছি সে সব অনেক পরে...
মনে পড়লে...হয় তীব্র যন্ত্রণা !!

শৈশব-কৈশরে, তোমার 'আঁচল'--
ছিল অভয়-আশ্রয়ের শেষ ঠিকানা,
যৌবনে, সঠিক জীবন পথের দিশারী,
দিয়েছ দিনরাত অকাতরে, নিঃস্বার্থে--
যা ছিল সব তোমারই !!
ভুললাম তোমার সব আত্মত্যাগ
হলেম যখন...ঘো-র-ত-র সংসারী !!

পরজন্মে কোথায় আছ জানিনা...
প্রার্থণা করি, শান্তিতে থেকো "মা"-গো
যেন না থাকে, কোন জীবন যন্ত্রণা।
********************************
সুব্রত ভৌমিক ০১১০২০২১ কোল-৭৫
*********************************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • মায়ের আঁচলে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদে আশ্রয়।
  • ফয়জুল মহী ০১/১০/২০২১
    সুন্দর ও সুশীল একটা লেখা। সুচিন্তিত মনোভাব ফুটে উঠেছে লেখায়
  • সুব্রত ভৌমিক ০১/১০/২০২১
    কবিতার ভূমিকা:-
    কবিতায় "আমরা-আমাদের-মোদের" বলতে বর্তমান সমাজের সেই সব লোকদের বোঝান হয়েছে যারা বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আলাদা সংসার করেন ও পরে শেষ জীবনে কৃত অন্যায় কর্মের জন্য অনুশোচনায় ভোগেন। কবিতাটি লেখকের জীবন কথা নয়। লেখক পুরোনো দিনের লোক যখন সসন্মানে বৃদ্ধ গুরুজনেরা বাড়িতেই থাকতেন।
  • মা কে নিয়ে কবিতা লেখা
    না আছে তার সাথে দেখা।
 
Quantcast