সভ্যতার গতি
# 'সভ্যতার গতি' #
(কবিতা)
যুগে যুগে......
মানব সভ্যতা সারা বিশ্বে
এগিয়েছে উন্নতির পথে।
কখনো গেছে ধর্মের যুগ
কখনো গেছে দর্শনের যুগ
কখনো গেছে সাহিত্যের যুগ
কখনো গেছে বিজ্ঞানের যুগ।
কিন্তু, বর্তমানে কোন পথে সে?
তার অবস্থান কোথায়?
উন্নতি না অবনতির সড়কে?
গুটি কয়েক হাতে গোন ছাড়া...
যুগান্তকারী চমকানো মেধার--
বিশ্বজুড়ে বড়ই আকাল এখন,
কিন্তু কেন ? কি কারন তার?
এ প্রশ্নের উত্তর পাওয়া ভার।
তবে কি মানব সভ্যতা....
সর্বোচ্চ উন্নতির শিখর পেরিয়ে--
উতরাইয়ের পথের পথিক !!
ভবিষ্যতই বলবে...অবতরণ শেষে--
ধরবে কিনা সে, ফের চড়াই এর পথ,
নাকি...ধসে যাবে মানুষের সভ্যতা !!
থামে যাবে তার সাধের বিজয়-রথ !!
মনেহয় বিশ্বজুড়ে....
এখন চলছে 'সপ্পিং'-এর যুগ,
মানুষ দিনরাত করে চলেছে ক্রয় !!
ভীষন ব্যস্ত সে এ নিয়ে....
অবজ্ঞা করছে তার, মেধার অবক্ষয়।
***********************
সুব্রত ভৌমিক ৩০-০৯-'২১ কোল-৭৫
************************
(কবিতা)
যুগে যুগে......
মানব সভ্যতা সারা বিশ্বে
এগিয়েছে উন্নতির পথে।
কখনো গেছে ধর্মের যুগ
কখনো গেছে দর্শনের যুগ
কখনো গেছে সাহিত্যের যুগ
কখনো গেছে বিজ্ঞানের যুগ।
কিন্তু, বর্তমানে কোন পথে সে?
তার অবস্থান কোথায়?
উন্নতি না অবনতির সড়কে?
গুটি কয়েক হাতে গোন ছাড়া...
যুগান্তকারী চমকানো মেধার--
বিশ্বজুড়ে বড়ই আকাল এখন,
কিন্তু কেন ? কি কারন তার?
এ প্রশ্নের উত্তর পাওয়া ভার।
তবে কি মানব সভ্যতা....
সর্বোচ্চ উন্নতির শিখর পেরিয়ে--
উতরাইয়ের পথের পথিক !!
ভবিষ্যতই বলবে...অবতরণ শেষে--
ধরবে কিনা সে, ফের চড়াই এর পথ,
নাকি...ধসে যাবে মানুষের সভ্যতা !!
থামে যাবে তার সাধের বিজয়-রথ !!
মনেহয় বিশ্বজুড়ে....
এখন চলছে 'সপ্পিং'-এর যুগ,
মানুষ দিনরাত করে চলেছে ক্রয় !!
ভীষন ব্যস্ত সে এ নিয়ে....
অবজ্ঞা করছে তার, মেধার অবক্ষয়।
***********************
সুব্রত ভৌমিক ৩০-০৯-'২১ কোল-৭৫
************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০২১সভ্যতা এগিয়ে চলুক।
-
মাহতাব বাঙ্গালী ০১/১০/২০২১যুগোপযোগী চিন্তার প্রয়াস
-
ফয়জুল মহী ৩০/০৯/২০২১চমৎকার
শুভ কামনা। -
সাইয়িদ রফিকুল হক ৩০/০৯/২০২১ভাল।