সূয্যি-মামা
'সূয্যি-মামা'
(কবিতা)
সূয্যি-মামা ও সূয্যি-মামা...
লাল চোখে কেন করো রাগ, সকাল-সন্ধ্যা !
জানোই তো তুমি--
অসংখ্য মানুষ তোমার অবাধ্য সন্তান,
বিপথগামী...অন্তরে অন্তরে বন্ধ্যা !
সোনালি কিরণে--
ডাক দিয়ে যাও, কোন সকালে !
দেখেও...তারা বিছানা ছাড়েনা !
হেলায় হারায় স্নিগ্ধ সকাল...
করেনা, কোনই গুরু বন্দনা !
পাখিরা সব শোনে তোমার কথা,
তাই সকাল-সন্ধ্যা কলতানে--
প্রতিদিন ছড়ায় সুরের মূর্ছনা !
মানব-জীবন-সুর...প্রায় মৃত ,
লোভে, করে চলেছে প্রতিমুহূর্তে--
আত্মাকে "হত্যা"...অবমাননা !
সময় কে কত মান্যতা দাও তুমি !
উদয়-অস্তে...হয়না কোনো দেরি,
তোমাকে দেখে তারা, কিছুই শেখেনা !
পিছিয়ে পড়ে জীবনে সব কিছুতেই,
শেষে....
ক্ষমা চেয়ে নতমস্তকে বলে..'সরি' !
সমস্ত জীবে তোমার সমান প্রেম
ভেদাভেদ কিছুই করোনা !
সমান ভাবে ছড়াও তোমার শক্তি--
যাতে, কেউ না পায় কোন "যন্ত্রণা" ।
তোমার বলে বলীয়ান হয়ে--
মানুষ হয়েছে আজ অসুর...
এক্ষুনি, অধীশ্বর হতে চায় বিশ্বের !
ধ্বংস করে প্রকৃতি...করে কসুর !
হীন-প্রাণে তারা ভুলবে তোমার কৃপা,
তবুও কেন চেয়ে থাকো রাগ করে !
কেন এত কষ্ট পাও গো...'সূয্যি-মামা' !
শিক্ষা দিতে অবাধ্য মানুষকে--
কলির অবতার 'কল্কি'...আসবে কবে ?
খুব দরকার জানা...
হয়তো-বা এসেই গেছে !
নাম কি তার... 'অতিমারি করোনা' ?
**********************************
সুব্রত ভৌমিক ১৭-মে-২০২০
কোলকাতা ৭৫
**********************************
(কবিতা)
সূয্যি-মামা ও সূয্যি-মামা...
লাল চোখে কেন করো রাগ, সকাল-সন্ধ্যা !
জানোই তো তুমি--
অসংখ্য মানুষ তোমার অবাধ্য সন্তান,
বিপথগামী...অন্তরে অন্তরে বন্ধ্যা !
সোনালি কিরণে--
ডাক দিয়ে যাও, কোন সকালে !
দেখেও...তারা বিছানা ছাড়েনা !
হেলায় হারায় স্নিগ্ধ সকাল...
করেনা, কোনই গুরু বন্দনা !
পাখিরা সব শোনে তোমার কথা,
তাই সকাল-সন্ধ্যা কলতানে--
প্রতিদিন ছড়ায় সুরের মূর্ছনা !
মানব-জীবন-সুর...প্রায় মৃত ,
লোভে, করে চলেছে প্রতিমুহূর্তে--
আত্মাকে "হত্যা"...অবমাননা !
সময় কে কত মান্যতা দাও তুমি !
উদয়-অস্তে...হয়না কোনো দেরি,
তোমাকে দেখে তারা, কিছুই শেখেনা !
পিছিয়ে পড়ে জীবনে সব কিছুতেই,
শেষে....
ক্ষমা চেয়ে নতমস্তকে বলে..'সরি' !
সমস্ত জীবে তোমার সমান প্রেম
ভেদাভেদ কিছুই করোনা !
সমান ভাবে ছড়াও তোমার শক্তি--
যাতে, কেউ না পায় কোন "যন্ত্রণা" ।
তোমার বলে বলীয়ান হয়ে--
মানুষ হয়েছে আজ অসুর...
এক্ষুনি, অধীশ্বর হতে চায় বিশ্বের !
ধ্বংস করে প্রকৃতি...করে কসুর !
হীন-প্রাণে তারা ভুলবে তোমার কৃপা,
তবুও কেন চেয়ে থাকো রাগ করে !
কেন এত কষ্ট পাও গো...'সূয্যি-মামা' !
শিক্ষা দিতে অবাধ্য মানুষকে--
কলির অবতার 'কল্কি'...আসবে কবে ?
খুব দরকার জানা...
হয়তো-বা এসেই গেছে !
নাম কি তার... 'অতিমারি করোনা' ?
**********************************
সুব্রত ভৌমিক ১৭-মে-২০২০
কোলকাতা ৭৫
**********************************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২১অপূর্ব অনুভুতির প্রকাশ
-
আলমগীর সরকার লিটন ২৫/০৯/২০২১খুব সুন্দর
-
বিধান চন্দ্র ধর ২৫/০৯/২০২১ভালো